v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নয়া চীনের নির্মিত প্রথম রেল পথ
2009-09-16 16:01:48

১৯৫০ সালের ১৫ই জুন চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেং তু শহরে ছেংতো—ছংছিং রেলপথ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে কমরেড তেং সিয়াও পিং এক অভিনন্দন বাণী পাঠ করেন। জেনারেল হো লং স্বয়ং "রেলপথ নির্মানের অগ্রণী‍" লেখা একটি রেশমী পতাকা শ্রমিকদের একজন প্রতিনিধির হাতে তুলে দেন । এ রেশমী পতাকা উর্ধ্বে তুলে ধরে রেল শ্রমিকরা জিউ লং পো ও ইউছি নামে দুটো কর্মস্থলে গিয়ে ছেংতো—ছংছিং রেলপথের নির্মানকাজ শুরু করেন ।
সিচুয়ান প্রদেশের রাজধানী ছেং তু ও ছংছিং শহর যথাক্রমে এ রেল পথের পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্ত । ছেংতো—ছংছিং রেলপথের দৈর্ঘ্য ৫০৫ কিলোমিটার । নয়া চীন প্রতিষ্ঠার আগে ছিং রাজদরবার ও চীনের জাতীয় সরকার দীর্ঘ ৪০ বছরের মধ্যে ছেংতো—ছংছিং রেলপথ প্রকল্পের মাত্র ১৪ শতাংশ কাজ সম্পন্ন করেছিল । নয়াচীন প্রতিষ্ঠিত হওয়ার পর দক্ষিণ পশ্চিম চীনের রেল শ্রমিক ও প্রকৌশলীদের কর্মোত্সাহ বিপুলমাত্রায় বেড়ে যায় । দেড় লক্ষ শ্রমিক ও প্রকৌশলী রাতে মশাল ও লন্ঠন জ্বালিয়ে অবিরাম কাজ করতে থাকেন ।তাদের পর্যাপ্ত যন্ত্রপাতিও ছিল না । ড্রিল, গাঁইতি ও হাতুড়ি ব্যবহার করে দিনদিন রেলপথের দৈর্ঘ্য একটু একটু করে বাড়িয়ে দিয়ে তাঁরা আকাশচুম্বী পর্বত ও খরস্রোতা নদী দমিয়ে রাখার বীরত্বের পরিচয় দিয়েছেন ।
1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China