v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মসজিদঃ রশিদ আহমেদের অনুভূতি
2009-09-15 22:20:43

বিদেশে স্বদেশের জিনিসের মতো জিনিস দেখতে পাওয়া সাধারণভাবে মানুষের অনুভূতিকে আবেগ প্রবণ করে । চীনের অনেক জিনিস দেখে একজন পাকিস্তানী হিসেবে আমি শিহরিত হয়েছি । আমার মনে হয় , এর কারণ হচ্ছে যে , আমাদের দু'দেশের বন্ধুত্ব আরো সমৃদ্ধ হয়েছে । এর পাশাপাশি চীনের ইসলামী-সংস্কৃতির দীর্ঘ-ইতিহাস রয়েছে । অতএব , চীনে ভ্রমণ করা মুসলমানদের অনুভূতিতে তা গেঁথে যায় । সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে , সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মসজিদগুলো ।

প্রথমেই , আমি উল্লেখ করতে চাই , সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরফান এলাকার আমিন মসজিদের কথা । স্থানীয় অধিবাসীরা তাকে "সু কোং থা" অর্থাত্"জনাব সু টাওয়ার" বলে থাকে । আমার সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণের সময় যেসব মসজিদ দেখেছি , তার মধ্যে আমিন মসজিদ সবচেয়ে উল্লেখযোগ্য । সু কোং থা চীনের দীর্ঘ-ইতিহাসের মসজিদগুলোর মধ্যে অন্যতম , পুরাকীর্তির নিদর্শন হিসেবে চীন সরকার তাকে সংরক্ষণ করেছে । এ মসজিদের ইতিহাস ৩০০ বছরেরও বেশি । মাটি আর কাঠ দিয়ে এটি নির্মাণ করা হয় । এতদিন পরেও এ মসজিদের উজ্জ্বলতা একটুও কমেনি । কেননা স্থানীয় শুষ্ক বায়ু এবং সরকারের যত্নের কোন কমতি ছিল না ।

1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China