চীন তাইওয়ানকে মোট ১০০০ স্থানান্তরযোগ্য বাড়ি দেবে । যাতে বাকি এ বাড়িগুলো সম্প্রতি তাইওয়ানের দুর্গত এলাকায় পাঠানো যায় তা নিশ্চিত করার জন্য মূলভূভাগের সংশ্লিষ্ট কারখানাগুলো দিনরাত কাজ করে যাচ্ছে । এক কারখানার দায়িত্বশীল কর্মকর্তা কাও ইয়োসিয়াং বলেন, দু'দলে বিভক্ত হওয়ার পরিবর্তে এখন দিনে তিন দল বিভক্ত হয়ে এ বাড়িগুলো তৈরী করা হচ্ছে । এ বাড়িগুলো তৈরীর কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ৭০০-এরও বেশি কর্ম ক্ষেত্রসহ অভ্যন্তরের অন্যান্য বেশ কিছু কাজ পিছিয়ে দেয়া হয়েছে ।
তাইওয়ান দুর্যোগমোকাবিলা কেন্দ্রের একটি পরিসংখ্যান অনুযায়ী কাওস্যুং জেলার থাওইউয়ান থানার সিনখাই গ্রাম এবং চিয়াসিয়েন সিয়াং থানার সিয়াওলিন গ্রাম ছাড়া টাইফুন মোরাকটের আঘাতে মোট ৪৬০জন মারা যায়, প্রায় ২০০জন নিখোঁজ রয়েছে ।
টাইফুন হওয়ার পর মূলভূভাগ ত্রাণ সামগ্রী সংগ্রহ ও পরিবহন ছাড়া তাইওয়ানের দুর্গত এলাকার জন্য অর্থও সংগ্রহ করেছে । চীনের আয়ু বীমা কোম্পানিসহ প্রণালীর দুপারের সহযোগিতা কমিটি সবার আগে তাইওয়ানের দুর্গত এলাকার জন্য ১৬ কোটি রেনমিনপি এবং ৫০ লাখ হংকং ডলার সংগ্রহ করে । চীনের রেড ক্রস সোসাইটি ২ কোটি মূল্যের মানবিক ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য করেছে ।
তাছাড়া চীনের প্রতিবন্ধীদের শিল্পী দল,নিখিল চীনের ধর্মীয় সংস্কৃতি বিনিময় সমিতি এবং চীনের বৌদ্ধধর্ম সমিতিসহ বিভিন্ন সংস্থা দুর্গত এলাকার জন্য কয়েক মিলিয়ন রেনমিনপির অর্থ সংগ্রহ করেছে । তাইওয়ান সফররত শানতুং পর্যটনদলের প্রত্যেক পর্যটকএক হাজার তাইওয়ান ইউয়ান আথিক সাহায্য দিয়েছেন এবং বলেছেন,তারা তাইওয়ানবাসীদের স্বদেশ পুনর্গঠনে আর্থিক সাহায্য দিতে শানতুং প্রদেশের অধিবাসীদের প্রতি আহবান জানাবেন ।
এক অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী মূলভূভাগের বিভিন্ন ক্ষেত্র তাইওয়ানের দুর্গতদের জন্য ১২৫কোটি রেনমিনপি আর্থিক সাহায্য এবং ২ কোটি ৫০ লাখ ইউয়ান মূল্যের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ।
তাইওয়ান অঞ্চলের নেতা, চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান মা ইংচিউ ১৮ আগষ্ট এক সংবাদ সম্মেলনে মূলভূভাগের ত্রাণ সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।তাইওয়ান প্রণালীর তহবিল সংস্থার চেয়ারম্যান চিয়াং পিংখুন তাইওয়ানের অধিবাসীদের পক্ষ থেকে মূলভূভাগের প্রণালীর সহযোগিতা সমিতিসহ বিভিন্ন ইউনিট এবং মূলভূভাগের অধিবাসীদের ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।
স্থানান্তরযোগ্য বাড়িগুলো পরিবহনের দায়িত্ব বহনকারী তাইওয়ান ইয়াংমিং নৌপরিবহন লিমিটেড কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ওয়াং চাওস্যুয়েন মূলভূভাগের স্বদেশবাসীদের ভালবাসায় মুগ্ধ হয়েছেন । তিনি বলেন, দুপারের মানুষ একই পরিবারের মানুষ । যে কোনো এক পক্ষ দুর্যোগের সম্মুখীন হলে অন্য এক পক্ষ সাহায্য করতে হাত বাড়াবেই । বিশেষ করে এবারের টাইফুন মোরাকটের আঘাতে দুপার পরস্পরের সঙ্গে মিলে দুর্যোগকাটিয়ে উঠতে সক্ষম হয়েছে । এতে তাইওয়ানবাসীরাও কৃতজ্ঞ থাকবেন ।
এখন তাইওয়ানের উদ্ধার ও ত্রাণ কাজ পুরোদমে চলছে । পুনর্গঠন কাজ শিগগিরই শুরু হবে ।১৯ আগষ্ট এক সংবাদসম্মালনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের একজন মুখপাত্র পুনরায় ঘোষণা করেছেন, মূলভূভাগ সবসময় তাইওয়ানের ত্রাণ কাজ এবং পুনর্গঠনে প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতি সরবরাহ করতে প্রস্তুত এবং ত্রাণ কাজ ও পুনর্গঠনে অংশ নিতে উদ্ধার দল,চিকিত্সক দল এবং প্রকৌশলী দল পাঠাতে ইচ্ছুক । তিনি বলেন,আমরা তাইওয়ান পক্ষের প্রয়োজন অনুযায়ী অব্যাহতভাবে সবরকমের সাহায্য দেয়ার চেষ্টা চালিয়ে যাব । গত বছরের" ১২ মে"সিছুয়ানের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর তাইওয়ানের বিভিন্ন ক্ষেত্র যথাসময়ে সাহায্যের হাত বাড়িয়েছে ।এতে একপক্ষের অসুবিধা হলে চারপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার চীনা জাতির ঐতিহ্যিক নৈতিকতা এবং দুপারের মধ্যে পানির চেয়ে রক্তের ঘনিষ্ট সম্পর্কের দিকটিই প্রতিফলিত হয়েছে ।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 |