v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তাইওয়ান প্রণালীর দুপারের জনগণ একসাথে বন্যার ক্ষতি কাটিয়ে উঠেছে
2009-09-15 17:29:15
টাইফুন " মোরাকটের" প্রভাবে চীনের তাইওয়ান সাংঘাতিকভাবে বন্যাকবলিত হয়েছে যা গত ৫০ বছরেও দেখা যায়নি ।যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বিশেষ করে মধ্য-দক্ষিণাঞ্চলে বাড়িঘর ধসে পড়েছে,সেতু ধ্বংস হয়েছে,গ্রাম মাটির নিচে চাপা পড়েছে এবং বহুলোক হতাহত হয়েছে । তাইওয়ানের বন্যা মূলভূভাগের স্বদেশবাসীদের মন কেড়েছে । মূলূভাগের বিভিন্ন মহল পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করে এবং দিন রাত ধরে তাইওয়ানের দুর্গত এলাকার জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করে পাঠিয়েছে

তাইওয়ানের দুর্গত এলাকার জন্য মূলভূভাগের সংগ্রহ করা স্লিপিং ব্যাগ এবং কম্বলসহ নানা ত্রাণ সামগ্রী ১৮ আগষ্ট বিকেলে চার্টার ফ্লাইটে করে পেইচিংয়ের রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করে একই দিন সন্ধ্যায় কাওস্যুং আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে । এবারের দায়িত্ব পালনকারী চীন আন্তর্জাতিক মাল পরিবহন বিমান কোম্পানির প্রধান ব্যবস্থাপক ইয়াও জুন জানিয়েছেন, তাইওয়ানে ত্রাণ সামগ্রী পাঠাবার দায়িত্ব গ্রহণের পর তারা অনবিলম্বে জরুরী পরিকল্পনানুযায়ী এ দিন রাতে বিমানে ত্রাণ সামগ্রী উঠানোর কাজ শুরু করেন । তিনি বলেন,এ রাতে আমরা ৪০ টন সামগ্রী বাক্সের মধ্যে ভরেছি । গত ৬০ বছরে মূলভূভাগের মালবাহী চার্টার ফ্লাইট এই প্রথমবারের মতো ত্রাণ সামগ্রী পাঠানোর দায়িত্ব পালন করেছে । এবারের দায়িত্ব পালনে বিমান কোম্পানি বিশ্বের উন্নত মালবাহী বিমান ৭৪৭-৪০০ ব্যবহার করেছে ।

জানা গেছে , এ ৪০ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার স্লিপিং ব্যাগ,১০হাজার কম্বল,১০০০ সংক্রামক শক্তিনাশক যন্ত্র এবং ওষুধ । স্লিপিং ব্যাগ উত্পাদনকারী চিয়াংসু প্রদেশের আকোম লিমিডিট কোম্পানির প্রধান ব্যবস্থাপক কো ফুচেং বলেন, এ স্লিপিং ব্যাগগুলো বৃটেনে রপ্তানি করার কথা ছিল । বেসামরিক মন্ত্রণালয়ের জরুরী প্রয়োজন মেটাতে বৃটেন পক্ষের সঙ্গে জরুরী পরামর্শ করে রপ্তানিকে স্থগিত রাখা হয়েছে । মাতৃভূমির তাইওয়ান দ্বীপ টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যেক চীনা মানুষের উচিত তাদের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করা ।

তাছাড়া তাইওয়ানকে মূলভূভাগের দেয়া প্রথম কিস্তি ১০০ স্থানান্তরযোগ্য বাড়ি সে দিন বিকেলেই কাওস্যুং বন্দরে পৌঁছেছে । তাইওয়ান পক্ষের অনুরোধক্রমে অস্থাবর বাড়িগুলো তৈরী করা হয়েছে । স্থানান্তরযোগ্য প্রতিটি বাড়ির আয়তন ৬৫ বর্গমিটার । একটি বাড়িতে দুটো শয়নকক্ষ,বৈঠকখানা,রান্নাঘর এবং বাথরুম রয়েছে যা স্বামী-স্ত্রী ও এক সন্তানের পরিবারের প্রয়োজন মেটাতে পারে ।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China