
এখন চীনে চিউ ছুয়ান, থাই ইউয়ান ও সিচাং-এ তিনটি মহাকাশযান উতক্ষেপণ কেন্দ্র আছে। সেগুলো যথাক্রমে গত শতাব্দীর ৫০ ও ৬০'র দশকে নির্মিত হয়েছে। বহু বছরের নির্মাণ ও বিকাশের পর এ তিনটি উতক্ষেপণ কেন্দ্র সবই বিশ্ব বিখ্যাত আধুনিক মহাকাশযান উতক্ষেপণ কেন্দ্রে পরিণত হয়েছে। এ পর্যন্ত এ কেন্দ্রগুলো থেকে এক শ'টিরও বেশি উতক্ষেপণ কাজ সম্পন্ন হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2 |