v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের হাইনান মহাকাশযান উতক্ষেপণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু
2009-09-14 21:42:47

চীনের হাইনান মহাকাশযান উতক্ষেপণ কেন্দ্রের নির্মাণকাজ ১৪ সেপ্টেম্বর সকালে হাইনান প্রদেশের ওয়েনচাং শহরে শুরু হয়েছে। অনুমান অনুযায়ী ২০১৩ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হবে।

হাইনান মহাকাশযান উতক্ষেপণ কেন্দ্র প্রধানত নতুন প্রজন্মের বিরাট আকারের দূষণমুক্ত পরিবাহক রকেট উতক্ষেপণ, ভূ-সমলয়সম্পন্ন উপগ্রহ, সুবিশাল মেরু-অঞ্চলীয় কক্ষপথের উপগ্রহ, বৃহত্ টনেজ মহাকাশ স্টেশন আর গভীর মহাশূন্য গবেষণা বিষয়ক মহাকাশযানসহ নানা নভোযান উতক্ষেপনের দায়িত্ব পালন করবে। এ উতক্ষেপণ কেন্দ্রের কার্যক্রম শুরুর পর মোটামুটি দেশি-বিদেশি নানা ধরনের কক্ষপথ উপগ্রহ উতক্ষেপনের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশযান উতক্ষেপনে চীনের পরিবাহক রকেটের অংশগ্রহণের জন্য আরো ব্যাপক ভূমিকা পালন করবে।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China