v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উরুমচির আলোচনা সভার প্রস্তুতিকাজ সুষ্ঠুভাবে চলছে
2009-09-04 18:39:33

হু ওয়েই বলেন, উরুমচির আলোচনা সভা সিন চিয়াংয়ের বৈদেশিক উন্মুক্তকরণের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগের ১৭বারের উরুমচির আলোচনা সভার বৈদেশিক আর্থ-বাণিজ্যের মোট পরিমান ছিল ৩১.৭৩ বিলিয়ন মার্কিন ডলার। যা সিন চিয়াং ও নিকটবর্তী দেশগুলোর মধ্যে পারস্পরিক বিনিময় ও সমঝোতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে অনেক সহায়ক হয়েছে।

হু ওয়েই আরো বলেন, চীনের ৩০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ব দিকে নিজেদের আরো উন্মুক্ত করা। বিশেষ করে ইউরোপ , আমেরিকা , জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে বাজার খুলে দেয়া। তবে চীনের বাস্তব অবস্থা জোরদার ও বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব দিকের সামনে এগিয়ে নেয়া ছাড়াও আমাদের উচিত পশ্চিমাঞ্চলের উন্নয়ন জোরদার করা।

পশ্চিমাঞ্চলের উন্নয়ন জোরদার করার দু'টি গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। প্রথমতঃ কার্যকরভাবে মাতৃভূমির ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপস্থাপিত দু'টি সম্পদ ও দু'টি বাজারের প্রকৌশল স্থাপনা বাস্তবায়ন করা। এ সম্পর্কে হু ওয়েই বলেন, সিন চিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সিন চিয়াং আগের মত ভবিষ্যতেও সংস্কার ও উন্মুক্তকরণের নীতিতে অবিচল থাকবে। সিন চিয়াংয়ের বৈদেশিক উন্মুক্তকরণ কীভাবে জোরদার করা হবে সে সম্পর্কে হু ওয়েই বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকার মোট পাঁচটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

" প্রথমতঃ সিন চিয়াংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্মুক্তকরণের নীতিতে দৃঢ়তার সঙ্গে অবিচল থাকা। দ্বিতীয়তঃ সিন চিয়াংয়ের অবকাঠামোগত স্থাপনার কাজ দ্রুতভাবে সম্পন্ন করা। তৃতীয়তঃ নিকটবর্তী দেশগুলোর সঙ্গে সিন চিয়াংয়ের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কের ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারণ করা। চতুর্থতঃ বৈদেশিক শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিক কল্যাণকর নীতি নির্ধারণ করা। বৈদেশিক পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে একটি উপযুক্ত সেবামূলক ব্যবস্থা সৃষ্টি করা।"

উরুমচির ১৮তম আলোচনা সভা প্রায় আসন্ন। এবারের আলোচনা সভা নিশ্চিতভাবে সাফল্যের সঙ্গে এবার আর্থ-বাণিজ্যিক মহাসম্মিলনী হবে বলে হু ওয়েই দারুনভাবে আশাবাদী। ----ওয়াং হাইমান


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China