v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
"চীনকে দেখা সি আর আই'র দেশি-বিদেশী সংবাদদাতাদের সীমান্ত অভিযান" শীর্ষক সফরকারী দলের সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
2009-08-28 20:31:25

এবারের এ বড় আকারের সাক্ষাত্কার তত্পরতার উদ্যোক্তা ইউনিট----চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দীর্ঘকাল ধরে চীন আন্তর্জাতিক বেতার বহু ভাষা ও বহু সংবাদমাধ্যমের সুবিধায় বিশ্বের কাছে সার্বিকভাবে একটি সত্যিকার সিন চিয়াংকে তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিন চিয়াংয়ের উন্মুক্তকরণ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষ্ঠু দৃষ্টিভংগী প্রদর্শন করেছে। ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতার সিন চিয়াংয়ের প্রচারের ব্যাপারে আরও অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। এ সম্পর্কে তিনি বলেন:

" সিন চিয়াং হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলে বৈদেশিক উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ দরজা। যা মধ্য এশিয়ার আটটি দেশের সঙ্গে সংলগ্ন। এটিও মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার সঙ্গে সংলগ্নের একটি গুরুত্বপূর্ণ পরিবহন জংশন। সিন চিয়াংয়ের উন্মুক্তকরণ, উন্নয়ন এবং স্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতার প্রযুক্তিবিদ এবং ভাষাসহ বিভিন্ন ক্ষেত্রের সুবিধা পালন করতে আগ্রহী।

বন্ধুরা এতক্ষোণ আপনারা "চীনকে দেখা সি আর আই'র দেশি-বিদেশী সংবাদদাতাদের সীমান্ত অভিযান" সফরকারী দলের সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে চালু সম্পর্কিত একটি প্রতিবেদন শুনলেন। এখন শুনুন চীনের হেই লুং চিয়াং প্রদেশ রাশিয়ার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার সংক্রান্ত একটি প্রতিবেদন। 

চীনের হেই লুং চিয়াং প্রদেশের ভাইস-গভর্নার সুন ইয়াও ১৮ আগস্ট হারপিনে জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নয়ন হচ্ছে হেই লুং চিয়াং প্রদেশের কৌশলগত নীতিগুলোর মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ।

আন্তর্জাতিক আর্থিক সংকটের প্রভাবে রাশিয়ায় হেই লুং চিয়াংয়ের বাণিজ্যের পরিমান কম হয়েছে। সুন ইয়াও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমান পুনরায় ফিরিয়ে আনা এবং উন্নয়নের লক্ষ্যে দু'পক্ষের উচিত যৌথভাবে সংকট মোকাবিলা করা। এ সম্পর্কে তিনি বলেন:

"এখন আমাদের উচিত আর্থিক সংকট মোকাবিলার উপায়টি খুঁজে বের করা। যাতে আমাদের বাণিজ্যের পরিমান পুনরায় ফিরিয়ে আনতে পারে। চীন ও রাশিয়া দু'দেশের সরকারের নির্ধারিত অভিষ্ট লক্ষ্যের মতো ২০১০ সালে দু'দেশের বাণিজ্যের মোট পরিমান ৬০ বিলিয়ন থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে দাঁড়িয়ে হবে।"

রাশিয়ার দূর প্রাচ্যের উন্নয়নের কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি রাশিয়ার কিছু শিল্পপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও গঠন চীনের শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নের লক্ষ্যে একটি উপযুক্ত সুযোগ সৃষ্টি করেছে। সুন ইয়াও বলেন, হেই লুং চিয়াংয়ের অর্থ এবং সাজ সরঞ্জামসহ বিভিন্ন কষ্টকর বিষয় অতিক্রমের লক্ষ্যে হেই লুং চিয়াং প্রদেশ অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিক কল্যাণকর ব্যবস্থা তুলে ধরেছে। এ সম্পর্কে তিনি বলেন:

"দক্ষিণ চীনের বেশ উন্নত প্রদেশের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে হেই লুং চিয়াং প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ হয়েছে। এর মধ্যে রয়েছেও হংকং, ম্যাকাও এবং তাইওয়ান অঞ্চলের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান। এর ফলে আর্থিক তহবিল গড়ে তোলা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। এর ফলে রাশিয়ার দূর প্রাচ্য এবং সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চলে পুঁজি বিনিয়োগ করতেও সক্ষম হয়েছে।"

তাছাড়াও, হেই লুং চিয়াং প্রদেশ কয়েকটি স্থলবন্দরেও পরিক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে বেশি দেশি-বিদেশী পর্যটকদের আরো বেশি আকর্ষণ করা যায়। চীনের উত্তর-পূর্বাঞ্চল ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত প্রদেশ হিসেবে হেই লুং চিয়াং প্রতি বছরে রাশিয়ায় বাণিজ্যের পরিমান চীন ও রাশিয়ার বাণিজ্যের মোট পরিমানের এক পঞ্চমাংশে দাঁড়িয়েছে। গত বছর দু'দেশের বাণিজ্যের মোট পরিমান ছিল ৫০ বিলিয়ন মার্কিন ডলার।---ওয়াং হাইমান


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China