v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
"চীনকে দেখা সি আর আই'র দেশি-বিদেশী সংবাদদাতাদের সীমান্ত অভিযান" শীর্ষক সফরকারী দলের সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
2009-08-28 20:31:25

বহু সংবাদমাধ্যমের বড় আকারের যৌথ সাক্ষাত্ গ্রহণ অভিযান----"চীনকে দেখা সি আর আই'র দেশি-বিদেশী সংবাদদাতাদের সীমান্ত অভিযান" শীর্ষক সফরকারী দলের সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান ১৮ আগস্ট চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের ৪০জন দেশি-বিদেশী সংবাদদাতা এ অনুষ্ঠানে অংশ নেন। তারা ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইউক্রেন, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং চীনের সংবাদদাতা।

এ সাক্ষাত্কার দলের তুরস্কের একজন সংবাদদাতা ওজকান বুজে জানিয়েছেন, এবারের সিন চিয়াং-এ সাক্ষাত্কার অনুষ্ঠানে অংশ নিতে পেরে তাঁর অনেক আনন্দ লেগেছে। এবারের সফর তাঁর মনে প্রগাঢ় ছাপ ফেলবে বলে তিনি আশাবাদী এ সম্পর্কে তিনি বলেন:

" আমাদের সাক্ষাত্কার গ্রহণকারী দলের সদস্যরা সবাই বিভিন্ন ভাষা বিভাগের সহকর্মী। আমরা সিন চিয়াংয়ে নিজেদের স্বচোখে দেখা ঘটনাবলী আমাদের মাতৃভাষায় নিজেদের দেশবাসীকে জানাবো। আমি মনে করি, এ বিষয়টি আমাদের নিজেদের দেশে সরাসরি একটি সিন চিয়াংয়ের বাস্তব অবস্থা জানানোর লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।"

এ সাক্ষাত্কার দল পর্যায়ক্রমে সিন চিয়াংয়ের কা শি, ই লি এবং হুও আর কু সিসহ বিভিন্ন স্থানে স্থানীয় স্থলবন্দরের স্থাপনা, বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটনসহ বিভিন্ন বিষয়ের ওপর সাক্ষাত্কার নিয়েছে। একই সঙ্গে সিন চিয়াংয়ের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক , অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের অবস্থা সার্বিকভাবে প্রদর্শনের লক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের ১০ বিদেশী ভাষা বিভাগ ছবি, রেডিও এবং ওয়েবসাইটসহ বহু সংবাদমাধ্যমের মধ্য দিয়ে বিদেশী শ্রোতাদের কাছে সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছে।

সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির সি চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটি এবং সম্প্রচার মন্ত্রী লি ই বলেন, বর্তমানে উরুমচির সামষ্টিক পরিস্থিতির স্থিতিশীলতা রয়েছে। উত্পাদন ও জীবনযাপনের সৃঙ্খলা পুনরায় স্বাভাবিকভাবে চালু হয়েছে। তবে উরুমচির " ৫ জুলাই" ঘটনা দেশ-বিদেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। এটি দূর করার লক্ষ্যে আরও বেশ সময় লাগবে। এ অবস্থার প্রেক্ষাপটে চীন আন্তর্জাতিক বেতারের আয়োজিত সিন চিয়াংয়ের সাক্ষাত্ অনুষ্ঠান বেশ গুরুত্বপূর্ণ বাস্তব তাত্পর্য রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

" আমরা বিশ্বাস করি, দেশি-বিদেশী সংবাদদাতাদের সিন চিয়াংয়ে সাক্ষাত্কার নেয়া এবং সিন চিয়াংয়ে যাওয়া সংক্রান্ত জ্ঞান যাচাই প্রতিযোগিতাসহ ধারাবাহিক তত্পরতা সংগঠনের মাধ্যমে আরও বেশি মানুষ আজকের সিন চিয়াংয়ের জানাকে ত্বরান্বিত করবে এবং সিন চিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণ সিন চিয়াংয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার আস্থাকে আরও জোরদার করবে। চীন আন্তর্জাতিক বেতারের প্রচারের মধ্য দিয়ে এবং সিন চিয়ংয়ে অংশগ্রহণকারী দেশি-বিদেশী সংবাদদাতাদের নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের সিন চিয়াংয়ের ঐক্যবদ্ধ ও স্থিতিশীল উন্নয়নের পরিস্থিতি এবং বিভিন্ন জাতির জনসাধরণের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার মর্মকে উল্লেখ করে নিয়ে সত্যিকারভাবে পত্রস্থ করতে খবরাখবর পাঠাতে সক্ষম হবে।"


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China