v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিন গিরিখাত ভ্রমণে থুচিয়া জাতির লোক রীতিনীতি অনুভব করুন
2009-08-27 18:43:22

    তাইওয়ানের পর্যটক স্যুই ই সিয়াং বলেছেন, 'তিন গিরিখাতে' সুন্দর পাহাড় ও নদীর দৃশ্য দেখার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থাপত্য ও বেশ কিছু লোক রীতিনীতির প্রদর্শনী। তিনি গভীরভাবে সংখ্যালঘু জাতির জীবনযাপনের অবস্থা অনুভব করেছেন। তিনি বলেন,

    পাহাড় ও নদী ছাড়াও আমি নৌকায় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখেছি। সত্যিই খুব সুন্দর। ভবিষ্যত আমি দল নিয়ে আবারও এখানে আসবো। এখানকার দৃশ্য খুব সুন্দর, মানুষজনও অতিথিবত্সল এবং স্থানীয় রীতিনীতি খুবই গভীর।

    লোংছিং ঝরণার অন্য দিক দিয়ে ফিরে আসার সময় পথপ্রদর্শক ওয়াং চিন ইয়ান দূরের পাহাড়ের চূড়া আমাদের দেখিয়েছেন। পর্যটকরা অস্পষ্টভাবে দুটো শবাধারের মতো জিনিস দেখতে পাবেন। ওয়াং চিন ইয়ান বলেছেন, এটা দক্ষিণ চীনের প্রাচীনকালের সংখ্যালঘু জাতির এক ধরনের কবর দেয়ার পদ্ধতি। তিনি বলেন,

    সেটা পা জাতির মানুষের ঝুলে থাকা শবাধার। কারণ পা জাতি হলো থুচিয়া জাতির পিতৃপুরুষ। সে সময় পা জাতির লোকজন মারা যাওয়ার পর এক ধরনের পাথরের কবর দেয়ার পদ্ধতি ছিল। তা হলো মানুষকে গুহার ভেতরে কবর দেয়া।

    কিন্তু প্রাচীনকালের মানুষজন কেন এই ধরনের পদ্ধতি দিয়ে নিহতদের লাশ দাকনের ব্যবস্থা নিতো? বিশেষজ্ঞ বা পন্ডিতরা এ বিষয়ে এখনো একমত হতে পারেন নি।

    তাহলে প্রাচীনকালে উন্নতমানের সরঞ্জাম না থাকা সত্বেও এ সব মানুষ কীভাবে এ সব ভারি শবাধার উঁচু চূড়ায় উঠাতে এবং সংরক্ষণ করতে পেরেছেন? পথপ্রদর্শক ওয়াং চিন ইয়ান বলেন, এই সমস্য হলো বিভিন্ন পক্ষের গবেষকদের অমীমাংসিত একটি ধাঁধার মত সমস্যা।

    সবাই ঝুলে থাকা শবাধারের বিষয় নিয়ে আলোচনা করার সময়, ঝরণার তীরে বসা একজন থুচিয়া জাতির মেয়ে আবেগের সঙ্গে থুচিয়া জাতির পাহাড়ি গান গেয়ে সবাইকে বাস্তবতার মধ্যে ফিরিয়ে আনে।

    পাহাড়ি গান কলকল ছলছল শব্দে পানির সঙ্গে দূরে চলে যাচ্ছে। পর্যটকরা 'তিন গিরিখাত পরিবারের' ভ্রমণও প্রায় শেষ হয়ে এসেছে। দর্শনীয় স্থান থেকে বের হওয়া তাইওয়ানের পর্যটক ওয়াং ছুয়ান বলেছেন, তিন গিরিখাতের অবাক করা অপরূপ সৌন্দর্য্য তার কল্পনায় ছিল। তবে বিশাল পাহাড়গুলোতে 'তিন গিরিখাত পরিবার' এ ধরনের 'স্বর্গ' রয়েছে। তা ছিল তার কল্পনারও বাইরে। তিনি বলেন,

    আমার মনে হয়, এটা একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় দর্শনীয় স্থান। আসার সময় এতো সুন্দর দর্শনীয় স্থানের কথাই ভাবিনি। আমার মনে হয়, এ জায়গাটি শরীরের জন্য ভালো, একই সঙ্গে দর্শনশক্তির জন্যও ভালো। এটা হলো জীবনের জন্য প্রয়োজনীয় অন্যতম জায়গা।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China