 ১০ বছর আগে, ২৫ বছর বয়সী থমাস রোডওয়ার্থ লুক্সেমবার্গ থেকে চীনে লেখাপড়া করতে এসেছেন। এখন এ তরণের চীনা নাম লুও হাও লিন। তিনি চীনের সাংহাই ২০১০ বিশ্ব মেলায় লুক্সেমবার্গের ভবনের পরিচালক।
লুক্সেমবার্গ বিশ্বের সব চেয়ে ছোট্ট দেশগুলোর একটি। কিন্তু সাংহাই বিশ্ব মেলায় তার নিজের তৈরী করা ভবনের আয়তন ৩০০০ বর্গমিটার। এবারই লুক্সেমবার্গ প্রথমবারের মত বিশ্ব মেলার নিজস্ব ভবন তৈরী করেছে। ডিজাইনের রয়েছে সবুজ আঙ্গুর ও বিভিন্ন গাছের সমাহারে নির্মিত একটি ছোট্ট কফি রঙের দুর্গ। এ থেকে লক্ষণীয় যে, লুক্সেমবার্গের চীনা ভাষা "লু সে বাও"-এর অর্থ হচ্ছে : বনের ভেতর দুর্গ। একই সঙ্গে লুক্সেমবার্গ যে "ইউরোপের সবুজ হৃদপিন্ড", তাও ফুটে উঠেছে।

1 2 |