
পরের দিন সকালে হুহহটের সিন ছেং অতিথি ভবনে চীন আন্তর্জাতিক বেতারের সীমান্ত সফরের ওপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।চীনা কমিউনিস্ট পার্টির অন্তর্মংগোলিয়া স্বায়ত্তশাসিত আঞ্চলিক কমিটির প্রচার বিভাগের মহাপরিচালক উ লান , চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান , চীনকে দেখা – সিআরআইয়ের চীনা ও বিদেশী সংবাদদাতাদের সাক্ষাত্কার দলের সাংবাদিক এবং অন্তর্মংগোলিয়া বেতার ও টেলিভিশন কেন্দ্রসহ অন্তর্মংগোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান প্রধান গণ মাধ্যমের সাংবাদিকরা এ সংবাদ সম্মেলনে অংশ নেন । বিকেলে আমরা হুহহটের পৌর সরকারের ভবনে গিয়ে চীনা কমিউনিস্ট পার্টির হুহহট পৌর কমিটির সম্পাদক হান চি রানের সাক্ষাত্কার নিয়েছি । তিনি আন্তরিকতার সংগে হুহহটের উন্নয়নের অবস্থা ও উন্নয়নের লক্ষ্য তুলে ধরেন ।

তিনি চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন । আমি খুবই সৌভাগ্যবান যে , আমার মংগোলীয় ভাষায় প্রশ্ন করার সুযোগ ঘটল । আমি তাকে চীন ও মংগোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এবং উলানপাতোর ও হুহহটের মধ্যে মৈত্রী শহর হওয়ার পর ১৮ বছরের মধ্যে দু পক্ষের সাংস্কৃতিক আদান-প্রদানের অবস্থা সম্পর্কে কিছু বলার অনুরোধ জানাই । তিনি সাবলীল মংগোলীয় ভাষায় আমার প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমার মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা ও নেট নাগরিকদের কাছে তার শুভেচ্ছা পৌছে দেয়ার অনুরোধ করেন ।

গত বিশ বছরে আমার জানা হুহহটের আমুল পরিবর্তন ঘটেছে । বিশ বছর আগে মংগোলিয়ার লোকেরা কেবল জানতো অন্তর্মংগোয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্পাদিত ভেড়ার উল । কিছু আজ এ অঞ্চলের উত্পাদিত ইলি ও মোংনিউ ব্রান্ডের দুগ্ধজাত পণ্য শুধু চীনে কেন , মংগোলিয়ায়ও একটি সবচেয়ে জনপ্রিয় পণ্যে পরিণত হয়েছে । 1 2 |