v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তুমি ভালো আছো , হুহহট
2009-08-17 17:31:05

২২ জুলাই ভোরে "চীনকে দেখা – চীন আন্তর্জাতিক বেতারের চীনা ও বিদেশী সংবাদদাতাদের সীমান্ত সফরের" অন্তর্মংগোলিয়া সাক্ষাত্কার দলের ১৬জন সদস্য দুটি গাড়িতে করে সিআরআইর পূর্ব গেট থেকে হুহহটের উদ্দেশ্যে রওয়ানা হলো ।

যাওয়ার পথে আমরা দেখতে পেলাম , বায়ুচালিত বিদ্যুত উত্পাদনকারী যন্ত্রের প্রকান্ড পাখা , কারখানার নানা ধরণের সাজসরঞ্জাম ও গবাদি পশু বহন করে একের পর এক ভারী ট্রাক দৌড়াদৌড়ি করছে । আমাদের গাড়ি পাহাড়ী এলাকা ও মাঠের পর মাঠ অতিক্রম করে আস্তে আস্তে অন্তর্মংগোলিয়া তৃণভূমিতে প্রবেশ করলাম ।

তখন থেকে আমাদের দৃষ্টি অনেক প্রসারিত হয়েছে এবং নীল আকাশের সাদা সাদা মেঘ ও পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে । মাঝপথে বিন্দু বিন্দু বৃষ্টি হলো । বৃষ্টি পড়ার সংগে সংগে বাতাসও আদ্র হয়ে উঠল । আরো সামনে কিছু সময় চলার পর আমরা তাছিং পাহাড় দেখতে পেলাম । তারপর আমরা অন্তর্মংগোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হুহহটে পৌছলাম ।

বিশ বছর আগে আমি প্রথমবারের মত হুহহটে আসি । তারপর আমি কয়েকবার এখানে এসেছি । প্রতিবার আমি এখানে বিভিন্ন মাত্রায় পরিবর্তন লক্ষ্য করেছি । শেষবার আমি হুহহটে আসি সাত বছর আগে । আমার ঐকান্তিক ইচ্ছা ছিল , এখানকার রাস্তা রাস্তায় হাটাহাটি করবো এবং সবকিছু অনুভব করবো ।

রাস্তায় আমি দেখতে পেলাম , উঁচু উঁচু দালানকোঠা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে । আগেকার কাঁচা ঘর বহু আগে থেকেই পরিষ্কার ও সুন্দর আবাসিক পাড়ায় পরিণত হয়েছে । হুহহটের যানবাহনও দ্রুত ও আরামদায়ক । হুহহটবাসীরা মোটর সাইকেল ও ছোট গাড়ি চালিয়ে সোত্সাহে চলাচল করছে । আমি আনন্দের সংগে লক্ষ্য করেছি যে , হুহহট বড় আধুনিক শহরের সমৃদ্ধি বজায় রাখার পাশাপাশি মংগোলীয় জাতির বৈশিষ্ট্যও বজায় রাখতে সক্ষম হয়েছি । রাস্তার দু'পাশের দোকানপাটে ঝুলানো সাইনবোর্ড ও বিজ্ঞাপনে মংগোলীয় ভাষায় লেখা রয়েছে ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China