
হাংচৌ ভবনের আয়তন ৩৯৯ বর্গমিটার ।হাংচৌ ভবন যে ছ'টি বিভাগে বিভক্ত তার পাঁচটির নাম হলো যথাক্রমে : হাংচৌ শহরের রুপকল্প , হাংচৌ শহরের জলাশয়ের গঠনপ্রণালী , হাংচৌ শহরের প্রাণশক্তি, হাংচৌয়ের নগর জীবন এবং হাংচৌ শহরের পানি সম্পদ । হাংচৌ শহরের জনগণ তাদের প্রজ্ঞা প্রয়োগ করে পরিবেশ সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়ে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে যে বিরাট সাফল্য অর্জন করেছেন বৈচিত্র্যময় শৈল্পিক কৌশল ও হাই টেক প্রযুক্তির সমন্বয়ে তা প্রদর্শন করা হবে । এর মাধ্যমে আকাশমন্ডল, মর্ত ও মানুষের মধ্যকার চিরন্তন নিগূঢ় সম্পর্কও প্রকাশ পাবে ।

হাংচৌ শহরের উপকন্ঠে লংচিং নামে যে সবুজ চা উত্পাদতি হয় তা সারা চীনে বিখ্যাত । দর্শকরা হাংচৌ ভবনে গেলে পশ্চিম হ্রদের পানি দিয়ে তৈরী লংচিং চা পানের সুযোগ পাবেন।
1 2 3 4 |