 সাংহাই বিশ্ব মেলা ২০১০-এর হাংচৌ ভবনের প্রচার সপ্ততাহ উপলক্ষে এক বৈচিত্র্যময় কর্মসূচী ২০০৯সালের ১৭ই জুন সাংহাইয়ে শুরু হয় ।
হাংচৌ পূর্ব চীনের চেজিয়াং প্রদেশের রাজধানী । হাংচৌ শহরে যেমন আছে হ্রদ, নদী , খাল ও ঝর্ণা তার অদূরে তেমনি আছে পূর্ব চীন সাগর ।সুতরাং পানিই হাংচৌ শহরের মূল ও আত্মা । গত কয়েক দশকে খাল, সিছি জলাভূমি , এবং সিয়ানতাং নদীর প্রাকৃতিক পরিবেশের উন্নতি সাধনের লক্ষ্যে বহুমুখী ব্যবস্থা নেয়ার কারণে খাল ও নদীর গতিপথ প্রশস্ত হয়েছে ,পানি পরিস্কার হয়েছে, খাল ও নদীর দু'ধার সবুজে ছেয়ে গেছে এবং প্রাকৃতিক দৃশ্য আরো মনোরম হয়ে উঠেছে । তাই হাংচৌ মানবজাতির বসবাসের একটি বিশেষ উপযোগী শহর বলে চীনাদের ধারণা ।
1 2 3 4 |