v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সিআরআই'র বিশেষ সাক্ষাত্কার দল লিয়াও নিং ও চিলিন প্রদেশে তাদের সাক্ষাত্কার সফর শেষ করেছে
2009-08-10 20:18:15

এবারের সাক্ষত্কার নেয়ার সময় লিয়াও নিং ও চিলিন প্রদেশ সফরকারী সাক্ষাত্কার দল স্বেচ্ছায় চিন লিন প্রদেশের হে লুং জেলার একটি কল্যাণসদনের ছেলেমেয়েদের জন্যে চাঁদা তুলেছেন । এটি স্থানীয় সরকার , গণ মাধ্যম ও জনসাধারণের মধ্যে বেশ সমাদর পেয়েছে ।

চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনের জাতীয় সংখ্যালঘু জাতি বিষয়ক কমিশন ও চীন আন্তর্জাতিক বেতরের যৌথ উদ্যোগে "চীনকে দেখা – সিআরআই'র সংবাদদাতাদের সীমান্ত সফরের" আয়োজন করা হয় । এ সাক্ষাত্কার অভিযান জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং দুই মাস চলবে । এ অভিযান চলাকালে চীন আন্তর্জাতিক বেতারের দু' শতাধিক চীনা ও বিদেশী সংবাদদাতাকে নিয়ে গঠিত আটটি সাক্ষাত্কার দল আলাদা আলাদাভাবে চীনের প্রধান প্রধান সীমান্ত অঞ্চলে গিয়ে নানা বিষয়ের ওপর সাক্ষাত্কার নেবে ।

এ সাক্ষাত্কার দলগুলো চীন আন্তর্জাতিক বেতারের বহু ভাষায় ও নানা পদ্ধতিতে পরিপূর্ণভাবে চীনের সমৃদ্ধ , সম্প্রীতিময় ও স্থিতিশীল পরিস্থিতি , বিভিন্ন জাতির জনগণের সংহতি ও তাদের সুখী জীবন এবং চীনের প্রতিবেশী দেশগুলোর সংগে আদান-প্রদান ও সহযোগিতার কথা তুলে ধরবে ।

চীন আন্তর্জাতিক বেতারের বিভাগে কর্মরত ২৪টি দেশের সংবাদদাতারা এ বিরাট আকারের সাক্ষাত্কার দলে অংশ নিচ্ছেন । লিয়াও নিং ও চিলিন প্রদেশ সফরকারী সাক্ষাত্কার দল ছাড়া অন্য ৭টি দলও যথাক্রমে তাদের কাজ শুরু করবে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China