
চীনের জাতীয় সংখ্যালঘু জাতি বিষয়ক কমিশন ও চীন আন্তর্জাতিক বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত " চীনকে দেখা – সিআরআই সংবাদদাতাদের সীমান্ত সফরকারী প্রথম সাক্ষাত্কার দল –লিয়াও নিং ও চিলিন প্রদেশ সফরকারী সাক্ষাত্কার দল ২৯ জুলাই এ দুটি প্রদেশে তাদের সাক্ষাত্কার শেষ করে পেইচিংয়ে ফিরে এসেছে ।

দু' সপ্তাহব্যাপী সাক্ষত্কারের প্রক্রিয়ায় এ সাক্ষাত্কার দল নিজেরা গাড়ি চালিয়ে ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে । তারা পর পর ছাং ছুন , চিলিন , ইয়ান চি , ইয়ুন ছুন , থুমেন , হে লুং , শেন ইয়ান ও তানতুং সফর করেছে । এ দলের চীনা ও বিদেশী সংবাদদাতারা বেতার , ওয়েবসাইট ও ভিডিওসহ নানা পদ্ধতিতে ব্যাপকভাবে চীনের একমাত্র কোরীয় জাতির স্বায়ত্তশাসিত বিভাগ – ইয়ান পিয়ান কোরীয় জাতির স্বায়ত্তশাসিত বিভাগ ও চীনের বৃহত্তম সীমান্ত শহর তানতুংয়ে সংশ্লিষ্ট খবরাখবর সংগ্রহ করেছেন ।

এসব খবরাখবরে ও নানা ধরণের প্রতিবেদনে চীনের এ দুটি সীমান্ত অঞ্চলের জাতীয় সংহতি , অর্থনৈতিক বিকাশ ও সামাজিক অগ্রগতি এবং উত্তর কোরিয়া ও রাশিয়ার সংগে এ দুটি সীমান্ত অঞ্চলের বাণিজ্যের চিত্র তুলে ধরা হয়েছে । পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের এ সাক্ষাত্কার দল চি লিন প্রদেশের রাজধানী ছাং ছুন ও লিয়াও নিং প্রদেশের রাজধানী শেন ইয়ান সফর করে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর গত ৬০ বছরে এ দুটি প্রদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বহু খবর ও প্রতিবেদন লিখেছে ।

লিয়াও নিং ও চিলিন প্রদেশ সফরকারী এ সাক্ষাত্কার দলটি চীন আন্তর্জাতিক বেতারের বিভিন্ন বিভাগে কর্মরত সুইজারল্যান্ড , জাপান , ভারত ও চীনের বিশ বাইশজন সংবাদদাতাকে নিয়ে গঠিত ।সফরের সময় বিদেশী সংবাদদাতারা সবসময় সাধারণ লোকদের বাড়িতে গিয়ে নিজেদের লেখনীর মাধ্যমে চীনের সীমান্ত অঞ্চলে বসবাসরত জনসাধারণের আসল অবস্থা তুলে ধরেছেন ।

তারা নিজেদের লেখনীর মাধ্যমে তাদের দৃষ্টিকোণ থেকে চীন সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন । বিভিন্ন স্থানে সাক্ষাত্কার নেয়ার সময় বিদেশী সংবাদদাতারা সর্বদাই স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে । তাদের অনেকে সোত্সাহে ইংরেজী দিয়ে বিদেশী সংবাদদাতাদের সংগে কুশল বিনিময় করে নিজেদের জন্মস্থানের নানা দিক অবহিত করেন ।

1 2 |