v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের হৃদরোগ আক্রান্ত কিশোর-কিশোরিদের সহায়তাকারী চিকিত্সক কু হোং
2009-08-10 17:01:04
পেইচিং আনচেন হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগে কু হোং নামে একজন জনপ্রিয় চিকিত্সক রয়েছেন। তিনি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন এবং এ ক্ষেত্রে শ্রেষ্ঠ সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। ২০০৪ সালে তিনি বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে চীন ফিরে আসেন। তিব্বতের দশ হাজারেরও বেশি শিশুর হৃত্পিন্ড পরীক্ষার জন্য তার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল সাত বারের মত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে গিয়েছে। তিনি ১৬০টিরও বেশি শিশুর জন্য হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেছেন। এর মাধ্যমে তিনি তিব্বতী লোকের সঙ্গে গভীর মৈত্রী গড়ে তুলেছেন। আজকের অনুষ্ঠানে ডক্টর কু হোং'র গল্প আপনাদের শুনাবো।

পেইচিং আনচেন হাসপাতালের হৃত্পিন্ড শল্যচিকিত্সা ভবনের চার তলায় দশ বছরের একটি তিব্বতী মেয়ে তেনচিন ছোনি খেলাধুলা করেছে। গত বছরের ডিসেম্বর মাসে চিকিত্সক কু হোং প্রথম বারের মত তেনচিন ছোনির হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেছেন। চলতি বছরের জুন মাসে এ মেয়েটি তার মায়ের সঙ্গে পেইচিং আনচেন হাসপাতালে সুনির্দিষ্ট পরীক্ষার জন্য চিকিত্সক কু হোং তার রোগ নির্মূলে ছ'মাস পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন। এর জন্য তেনচিন ছোনির মা লামো চিকিত্সক কু হোংকে কৃতজ্ঞ। লামো বলেন,(১)

আমি চিকিত্সক কু হোংকে ধন্যবাদ জানিয়েছি। তার চিকিত্সার মান খুব উঁচু। অস্ত্রোপচারের পর তেনচিন ছোনি আগের চেয়ে এখন অনেক বেশি সুস্থ্য।

তেনচিন ছোনি চিকিত্সক কু হোং-এর পেইচিংয়ে চিকিত্সা করা ১৪০জনেরও বেশি তিব্বতী শিশুদের মধ্যে একজন। চীনা শিশুদের মধ্যে জম্মগত হৃদরোগের গড়পরতা হার ০.৬ শতাংশ থেকে প্রায় এক শতাংশ। তবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অক্সিজেন ঘাটতির কারণে এ রোগের হার ১.৮ শতাংশ।

২০০৪ সালে কু হোং জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার পর পেইচিং আনচেন হাসপাতালে যোগ দিয়েছেন। দেশে ফিরে আসার পর কু হোং তিব্বতী শিশুর জম্মগত হৃদরোগ চিকিত্সা ক্ষেত্রে খুব গুরুত্ব দেন। তিনি ও তার সহকর্মীরা তিব্বতের বিভিন্ন স্থানে গিয়ে তিব্বতের শিশুদের হৃত্পিন্ড পরীক্ষা করার পাশাপাশি ১৪০জনেরও বেশি শিশুকে বিশেষভাবে পেইচিংয়ে অস্ত্রোপচার করেছেন। তাছাড়া, কু হোং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ হাসপাতালে হৃদরোগ আক্রান্ত কিশোর-কিশোরীদের ২০টিরও বেশি অস্ত্রোপচার করেছেন। খুব ক্লান্ত হলেও এক দিনে তিনি ছ'টি অস্ত্রোপচার করেছেন। কু হোং বলেছেন, (২)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China