v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তা লি'র ক্যামেলিয়া ফুল মার্কেটে আসা
2009-08-06 13:17:20

    ক্যামেলিয়া ফুলের আন্তর্জাতিক ব্র্যান্ড এবং পেশাদার ক্যামেলিয়া ফুলের বাণিজ্যিক বাজার সৃষ্টি করার জন্য তা লি প্রাচীন নগরে ১২ হাজার বর্গমিটারের চীনা ক্যামেলিয়া ফুলের সড়ক নির্মাণ করেছে। ফলে তা লি-এর কয়েকশ' বছরের আলাদা আলাদাভাবে ক্যামেলিয়া ফুল চাষ ও বিক্রির ইতিহাস শেষ হয়েছে। ২০০৭ সালের প্রথম দিকে বাজারটি খোলা হয়। বর্তমানে ৩০টিরও বেশি ফুলের ব্যবসায়ী প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে ১শ' ৮০টিরও বেশি ধরনের মোট ৮০ হাজার বিখ্যাত ও মূল্যাবান ক্যামেলিয়া ফুল বেচা কেনা করছে।

    জানা গেছে, চীনা ক্যামেলিয়া ফুল সড়কের সবচেয়ে বৈশিষ্ট্যময় বিষয় হচ্ছে একই সময়ে ক্যামেলিয়া ফুলগুলো একই ধরনের পণ্য-সামগ্রীর প্রদর্শনাগারে প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়া বিভিন্ন রকমের প্রদর্শনী মেলা ও ইন্টারনেটের মধ্য দিয়ে ক্যামেলিয়া ফুলের প্রচার ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। চাং রুই রোং হচ্ছেন ক্যামেলিয়া ফুল সড়কের একজন বড় ব্যবসায়ী। তিনি বলেছেন, ভোক্তা হোক বা ব্যবসায়ী হোক, সবাই বাজার থেকে লাভবান হবেন। তিনি বলেন,  

    ক্যামেলিয়া ফুলের হাজার হাজার পরিবারে প্রবেশ করার জন্য ২০০৭ সালে চীনা ক্যামেলিয়া ফুল সড়কটি খোলা হয়। বর্তমানে আমি ৪ প্রজাতির ২০ হাজারেরও বেশি বিখ্যাত ক্যামেলিয়া ফুলের চাষ করি। তা লি-এ আমার পরিমাণই সবচেয়ে বেশি। আগে ক্যামেলিয়া ফুলের দাম বেশি ছিল। চলতি বছর তা লি-এ ক্যামেলিয়া ফুলের মেলা আয়োজনের পর ক্যামেলিয়া ফুলের বিক্রি খুব বেড়েছে। বর্তমান মূল্য জনসাধরণের কাছে গ্রহণযোগ্য। ফলে প্রতিটি পরিবারই ক্যামেলিয়া ফুল চাষ করতে পারছে। সারা বছরের ৪ ঋতুতেই আমরা এখানে থাকি। আমাদের ব্যবসায় খুবই ভালো।

    অন্য অঞ্চলের ক্যামেলিয়া ফুলের অনেক ক্রেতা ছাড়াও তা লি'র স্থানীয় জনসাধারণ চীনা ক্যামেলিয়া ফুল সড়কের প্রধান ক্রেতা। একজন শহরবাসী বলেন,  

    আমি এখনকার বাজার ও আগের বাজারের তারতম্য উপলব্ধি করতে এসেছি। দাম উপযুক্ত হলে দু'য়েক রকম প্রজাতির ফুল কিনবো।

    ২০০৮ সাল থেকে তা লি বেশ কিছু চীনা ক্যামেলিয়া ফুল সড়কের ওপর ভিত্তি করে বড় ধরনের তত্পরতার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বার্ষিক 'চীনের তা লি আন্তর্জাতিক অর্কিড ও ক্যামেলিয়া ফুল মেলা'। ঠিক এ সব তত্পরতার মধ্য দিয়ে তা লি ক্যামেলিয়া ফুল মহলের বিশেষজ্ঞদের স্বীকৃতির পাশাপাশি ২০১৬ সালে বিশ্ব ক্যামেলিয়া ফুলের ওপর সম্মেলন আয়োজনের অধিকার পেয়েছে। এ সব তত্পরতার প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক ক্যামেলিয়া ফুল সমিতির চীনা অঞ্চলের ভাইস-চেয়ারম্যান ইয়ো মু সিয়ান আন্তরিকভাবেই এর বর্ণনা দিয়েছেন। তিনি বলেন,  

    আমি পাঁচ বারের মত তা লি-এ এসেছি। আমার মনে হয়, চলতি বছরের ক্যামেলিয়া ফুল মেলা গত বছরের চেয়ে আরো জাকজমকপূর্ণ। ক্যামেলিয়া ফুলের প্রজাতি বা সংখ্যা গত বছরের চেয়ে অনেক বেশি।

    জানা গেছে, ইয়ুননান প্রদেশের বিখ্যাত পর্যটন অঞ্চল এবং সংখ্যালঘু জাতি অধ্যূষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম হিসেবে তা লি ফুলের উপাদান স্থানীয় পর্যটন শিল্পে বিকাশে সহায়ক হয়েছে। ঐতিহ্যবাহী জাতীয় মহা সম্মেলন 'মার্চ মাসের সড়ক' চলাকালে অনুষ্ঠিত ক্যামেলিয়া ফুল সড়কের মহা সম্মেলন হচ্ছে একটি প্রতিনিধিস্থানীয় উদাহরণ। এ সম্পর্কে তা লি শহরের ক্যামেলিয়া ফুল সমিতির সভাপতি চাং চিয়ান ছুন ব্যাখ্যা করে বলেন,

    সাধারণত চলতি বছরের ক্যামেলিয়া ফুল সড়ক 'মার্চ মাসের সড়কের' জন্য একটি বৈশিষ্ট্যময় ভ্রমণ এবং ক্যামেলিয়া ফুল কেনার সেবা সরবরাহ করেছে। ফলে জাতীয় মহা সম্মেলনের নতুন দৃষ্টিভঙ্গী তা লি অধিবাসী এমনকি সারা চীনের জনগণের কাছে এখন আকর্ষণীয় হয়ে উঠবে।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China