v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তা লি'র ক্যামেলিয়া ফুল মার্কেটে আসা
2009-08-06 13:17:20
    ক্যামেলিয়া ফুল চীনের বিখ্যাত ঐতিহ্যবাহী ফুল এবং বিশ্ববিখ্যাত ফুলগুলোর মধ্যে অন্যতম। ক্যামেলিয়া ফুল দেখতে সুন্দর এবং এর পাতা গভীর সবুজ। সারা বিশ্বে যারা বাগান নিয়ে কাজ করেন তারা তাকে মূল্যায়ন করে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের তা লি বাই জাতি স্বায়ত্তশাসিত জেলায় নিয়ে যাবো। আপনারা সেখানকার ক্যামেলিয়া ফুল এবং এই উর্বর ভূমির গভীরতাকে ভালো লাগার অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারবেন।

    তা লি মধ্য ইয়ুন নান প্রদেশের পশ্চিম দিকে অবস্থিত। সেখানে সমৃদ্ধ ফুলের অনেক প্রকারের জাত রয়েছে। লোকজন সব সময় বলেন, ইয়ুননান আসলে, ক্যামেলিয়া ফুল না দেখা চলবে না। পাশাপাশি তা লি'র ক্যামেলিয়া ফুল ইয়ুননানের ক্যামেলিয়া ফুলগুলোর মধ্যে বিরল প্রজাতির। ইতিহাস গ্রন্থের লেখা অনুযায়ী, থাং সোং রাজবংশের নান চাও ও তা লি কুও'র শাসনাঠীনকাল (খ্রিস্টাব্দ ৬৪৯ থেকে ৯০২ সাল পর্যন্ত) ক্যামেলিয়া ফুল তা লি-এ ব্যাপকভাবে চাষ করার পাশাপাশি তাকে জাতীয় ফুল হিসেবে রাজপ্রাসাদের রাজকীয় বাগানে চাষ করা হতো।

    ১৭ শতাব্দীতে বৃটিশরা প্রথমবারের মত তা লি থেকে ক্যামেলিয়া ফুল আমদানী করে বাকিংহাম প্যালেসের পিছন দিকের উদ্যানে রোপণ করে। এ ফুলের সাইজ বড়, রঙের সমাহার বেশি, সুগন্ধ এবং নম্র আমেজ সমৃদ্ধ থাকার কারণে ক্যামেলিয়া ফুল সারা ইউরোপে আলোড়নের সৃষ্টি করে। পরে আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ তা লি থেকে ক্যামেলিয়া ফুল আমদানী করে তার চাষ শুরু করে।

    ইয়ুন নানের ক্যামেলিয়া ফুলের গুরুত্বপূর্ণ উত্স স্থান হিসেবে, বর্তমানে তা লি চীনের ক্যামেলিয়া ফুল উত্পাদনের প্রধান অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে নানা রকমের বৈশিষ্ট্যময় ও প্রাকৃতিক ক্যামেলিয়া ফুল দেখা যায়। জানা গেছে, তা লি-এ রয়েছে ইয়ুননানের সমৃদ্ধ ও বিরল প্রাকৃতিক লাল ক্যামেলিয়া ফুল। এর মধ্যে কমপক্ষে ৫০ হাজার ক্যামেলিয়া ফুলের ব্যাস মাত্র ৩৫ সেন্টিমেটার। এছাড়া তা লি-এ একটি ১৭ মিটার উঁচু, ৪শ' বছর বয়সী ক্যামেলিয়া ফুলের গাছ আছে। এটা হচ্ছে বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে উঁচু ক্যামেলিয়া ফুলের গাছ। তা লি শহরের ক্যামেলিয়া ফুল সমিতির সভাপতি চাং চিয়ান ছুন বলেছেন, এ সব সমৃদ্ধ ক্যামেলিয়া ফুলের সঙ্গে তা লি'র বৈশিষ্ট্যময় প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন,  

    ইয়ুননানের ক্যামেলিয়া ফুলের উত্স স্থান প্রধানত তিয়ান ছাং পাহাড় ও কাও লি কোং অঞ্চলের উঁচু-ঠাণ্ডা পাহাড়ী এলাকা। এর প্রজাতি সমূহ প্রধানতঃ ২ হাজার ৬শ' থেকে ২ হাজার ৮শ' মিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে রয়েছে। ২ হাজার ৮শ' মিটারের চেয়েও আরো উঁচু এলাকায় এই প্রজাতিকে সাধারণত দেখা যায় না। তা লি'র সুবিধাজনক প্রাকৃতিক পরিবেশে এ প্রজাতি জীব বৈচিত্রের সৃষ্টি করেছে। এখানকার ক্যামেলিয়া ফুল এবং রোডোডেনড্রন ফুল আমাদের তা লি'র বৈশিষ্ট্যময় প্রজাতি। যমন ইয়ুননানের ৮ ধরনের বিখ্যাত ক্যামেলিয়া ফুল রয়েছে। তার সব প্রজাতিই তা লি-এর পরিচর্যায় আকর্ষণীয় হয়ে উঠেছে। এক কথায়, চলতে গেলে ইয়ুননানের ক্যামেলিয়া ফুল বিশ্ব বিখ্যাত এবং তা লি'র ক্যামেলিয়া ফুল ইয়ুননানের শ্রেষ্ঠ।

    হাজার হাজার বছর ধরে তা লি'র অধিবাসীরা ক্যামেলিয়া ফুল পছন্দ করে। তারা ক্যামেলিয়া ফুলের চাষ ও লালন-পালন করে এবং ক্যামেলিয়া ফুলের সুন্দর দৃশ্য উপভোগ করে। তা লি-এর ক্যামেলিয়া ফুলের রয়েছে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনসাধারণের ভালো লাগার ভিত্তি। তা লি প্রাচীন নগরে শতাধিক বছরের ক্যামেলিয়া ফুলের গাছ সব জায়গায়ই দেখা যায়। প্রায় প্রত্যেকটি পরিবারের প্রাঙ্গণে রয়েছে ক্যামেলিয়া ফুলের গাছ।

    স্থানীয় মানুষের জীবনযাপনে ক্যামেলিয়া ফুলের প্রভাবের কথা উল্লেখ করতে গেলে, এই ধরনের অসংখ্য উদাহরণ দেয়া যায়। তা লি বাই জাতি'র লৌকিক বাসস্থানের আলংকারিক চিত্র ও খোদাই করা অলঙ্করণের ওপর সাধারণত ক্যামেলিয়া ফুল ব্যবহার করা হয়। যাতে নিজেদের অবস্থা আরো বর্নিল হয়ে উঠে। বাই জাতির জনসাধারণের সাজসজ্জার ক্ষেত্রে পোশাক ও অলঙ্কারে ক্যামেলিয়া ফুল না থাকা চলবে না। এমনকি পরিবারের সুন্দর মেয়েটি তাকে 'সোনালী ফুল' বলে দেখতে খুবই পছন্দ করে। তা থেকে বোঝা যায়, তা লি অধিবাসীদের মনে রয়েছে ক্যামেলিয়া ফুলের বিশেষ অবস্থান।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China