v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হান জাতির শিক্ষক শাও ছুন লিয়াং ও তার সংখ্যালঘু  জাতির ছাত্রছাত্রী
2009-08-04 20:49:31

প্রতি দিন সকালে শিক্ষক শাও ছাত্রছাত্রীদের ক্লাসরুমে আসতেন । তিনি তাদের দেশ-বিদেশের খবর জানাতেন । গত বছরের ১২ই মে সিছুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয় । তিনি তাদের এ তথ্য অবহিত করার পাশাপাশি খুব মর্মাহত হয়েছেন । রুশ জাতির ছাত্র উ চিয়া খুন বলেছে ,

শিক্ষক শাওয়ের মমতায় সবাই মুগ্ধ । তার শিক্ষায় সব ছাত্রছাত্রী হান জাতি ও বিভিন্ন সংখ্যালঘু জাতির মধ্যে পারস্পরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরেছে । এতে সবাই উত্সাহিত হয়েছে । সবাই আরো জানতে পেরেছে , অন্যদের সাহায্য করায় কোন কিছু কৃতজ্ঞা ও লাভের প্রয়োজন নেই । এটাই নিঃস্বার্থপরতা ।

শিক্ষক শাও সংখ্যালঘু জাতির ক্লাসের পরিচালনার দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে বিদ্যুত্ ও টেলি-যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ কোর্সেও পড়াতেন । এ শিক্ষার কোর্স জটিল , বৈজ্ঞানিক জ্ঞানে পরিপূর্ণ । শিক্ষক শাও সহজ কথায় এ সব জ্ঞান পড়িয়েছেন । ছাত্রছাত্রীরা অনায়াসে তা শিখে নিয়েছে । শিক্ষক শাও বলেন , এ সব সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রী খুব বুদ্ধিমান এবং জ্ঞান পিপাসু । তাদের ভালভাবে শেখানো উচিত । সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের চোখে শিক্ষক শাও তাদের জন্য আনন্দ ও সমবেদনা বয়ে এনেছেন । তারা খুব আনন্দের সঙ্গে দিন কাটিয়েছে । শিক্ষক শাও বলেন , এ সব কাজ তাকে করতে হতো । সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের জন্য তার আরো বেশি সাহায্য করা উচিত ।

শিক্ষক শাও বলেন , সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের জন্য তার যথাসাধ্য চেষ্টা করা উচিত । এতে তিনি নিজেও বেশি আনন্দ বোধ করতে পারেন ।

অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াং ছি থাই শিক্ষক শাওয়ের পুরানো সহকর্মী ও বন্ধু । তিনি বলেন ,

শিক্ষক শাও সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের নিজের ছেলেমেয়ে হিসেবে চোখে দেখেন । তিনি তাদের খুব আদর ও স্নেহ করতেন । কলেজের আরেক জন শিক্ষক বলেছেন , শিক্ষক শাওয়ের সার্থক অভিজ্ঞতার মূলে রয়েছে , সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের প্রতি তার অশেষ ভালবাসা । এর পাশাপাশি তিনি সকল ছাত্রছাত্রীর শ্রদ্ধা ও ভালবাসাও জয় করেছেন ।

(থান ইয়াও খাং)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China