v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
লোজিস্টিক্স পুলিশ ইয়াং কোলির কাহিনী
2009-07-28 18:48:47

 

পুলিশের কথা বলতে গেলে সবার মনে ভেসে আসে অপরাধীদের সঙ্গে লড়াই করার উচ্চ এবং সবল প্রতিমূর্তি । কিন্তু লজিস্টিক্সের কাজ করছেন এমন বিপুল পরিমাণের পুলিশের কাজ সম্পর্কে সবার জানা নেই । আসলে তাদের কাজ হলো পুলিশের কাজ স্বাভাবিকভাবে চালানো নিশ্চিত করার এক অবিচ্ছেদ্য অংশ । ইয়াং কোলি চীনের ১০ লাখ লজিস্টিক্স পুলিশের মধ্যে একজন । ৬ মাস আগে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কর্মস্থলে মারা যান । গত বিশ বছরে তিনি নিরলস ও মৌনভাবে নিজের অবদান রেখেছেন । তিনি সবসময় অন্যান্যকে সাহায্য করেন বলে তার কথা সবার খুব মনে পড়ে ।মধ্য চীনের হোনান প্রদেশের লু ইয়ে নামে একটি জেলানগরে ইয়াং কোলির জন্ম । সেনাবাহিনীতে ১২ বছর অবস্থান করা ছাড়া বাকি সময় ইয়াং কোলি এ ক্ষুদ্র জেলানগরে কাটিয়েছেন ।

১৯৮৮ সালে ৩০ বছর বয়সী ইয়াং কোলি সেনাবাহিনীতে ১২ বছর কাটানোর পর জন্মভূমিতে ফিরে এসে লুইয়ে জেলার একজন লজিস্টিক্স পুলিশ হন । অতি সাধারণ কর্মস্থানে তার জীবনের এক নতুন অধ্যায় সংযোজিত হয় ।

নিরাপত্তা ব্যুরোর একজন লজিস্টিক্স পুলিশ হিসেবে ইয়াং কোলি ২০ বছর ধরে কাজ করে গেছেন । তিনি অপরাধ রোধ এবং নিরাপত্তা রক্ষার সম্মুখ ফ্রন্টের পুলিশ না হলেও প্রতিটি কর্মকান্ডে ইয়াং কোলিকে পাওয়া যেতো । ইয়াং কোলির সহকর্মী সুং চুফোং বলেছেন,ইয়াং কোলি মনোযোগের সঙ্গে সহকর্মীদের জন্য যে লজিস্টিক সেবা দান নিশ্চিত করেছেন সকল সহকর্মী তা মনে রেখেছেন । তিনি বলেন, অপরাধীদের বাধা দেয়ার জন্য যখন প্রয়োজন তখন ইয়াং কোলি নিত্য ব্যবহায সামগ্রী,খাবার ও তরকারী এবং পানি ভরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারতেন । বাতাস হোক বৃষ্টি হোক প্রয়োজন হলে তিনি যে কোনো সময় দায়িত্ব পালনরত সহকর্মীদের পাশে থাকতেন । তার করণীয় কাজে পুলিশরা খুবই মুগ্ধ হতেন ।

লু ইয়ে জেলার নিরাপত্তা ব্যুরো'তে প্রতিদিন সকালে ইয়াং কোলি সবার আগে অফিসে আসতেন এবং বিকেলে সবার পরে বাড়ি ফিরে যেতেন । বাড়ি ফিরে যাওয়ার আগে অফিসের বাতি এবং এ সি বন্ধ হয়েছে কী না তিনি একবার পরীক্ষা করে দেখতেন । তার নিরলস কাজ সবার প্রশংসা লাভ করে ।

ইয়াং কোলি মারা যাওয়ার ৫ বছর আগে উ সোংথাও তার সঙ্গে নিরাপত্তা ব্যুরোর লজিস্টিক্স কাজের দায়িত্ব পালন করেন । ইয়াং কোলির কথা বলতে গেলে উ সোংথাও তার খুব প্রশংসা করেন ।

২০০৮ সালে লু ইয়ে জেলার নিরাপত্তা ব্যুরোর পরিকল্পনা অনুযায়ী ইয়াং কোলি চিয়াথান সিয়াং থানার তা তুং ছুন গ্রামের নিরাপত্তা কাজের দায়িত্বভার গ্রহণ করেন । তিনি মনোযোগের সঙ্গে কাজ করেন । সময় পেলেই তিনি গাড়িতে করে গ্রামে এসে গ্রামবাসীদের মধ্যে গিয়ে তাদের সুবিধাঅসুবিধার কথা জেনে নেন এবং গ্রামের নিরাপত্তা জোরদারে পরামর্শ দেন । অসুবিধা হলে গ্রামবাসীরা তাকে জানাতে এবং তার সাহায্য পেতে পছন্দ করতেন । তা তুংছুন গ্রামের পার্টির শাখা কমিটির সম্পাদক তুং ইয়ালুন নিজের কষ্টের কথা প্রায়ই ইয়াং কোলিকে বলতেন । এ সম্পর্কে তিনি বলেন, আমার ওপর তার প্রভাব বেশি । আমার কাছে তিনি বড় ভাই এবং শিক্ষক ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China