v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলাঃ স্পেনের প্রদর্শনী কেন্দ্র
2009-06-25 15:10:23

    বেনেডেদ্দা তাগলিয়াবুয়ে'র ব্যাখ্যা অনুসারে আগামী বছরের মার্চ মাসে যখন স্পেনের প্রদর্শনী কেন্দ্রের নির্মাণ কাজ সাংহাই বিশ্ব মেলা পার্কে শেষ হবে, তখন সবাই দেখতে পাবেন যে, স্পেনের প্রদর্শনী কেন্দ্র বেত দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম স্থাপত্য। বাইরের দেয়ালের বেতের আবরণ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ধারণা প্রতিফলনের পাশাপাশি প্রাচ্য ও পশ্চিমা সংস্কৃতির সংম্বিশ্রনের কথাই প্রচার করেছে। কারণ স্পেনে হোক চীনে হোক, বেত তৈরি এই প্রাচীন হস্তশিল্পের দীর্ঘকালের ইতিহাস রয়েছে।

    বেনেডেদ্দা তাগলিয়াবুয়ে গর্বিত স্বরে বলেছেন, বেত দিয়ে বাইরের দেয়াল ঢেকে দেয়ায় সারা স্থাপত্য পুঁটলি'র পাশাপাশি প্রাকৃতিক আলোর সরাসরিভাবে স্থাপত্যের ভেতরে আসা নিশ্চিত হয়েছে। সব বেত এক সঙ্গে জোড়া দিলে এর আয়তন দাঁড়াবে প্রায় ১২ হাজার বর্গমিটার এবং এ সবই হাতের তৈরি। মনে হবে যেন স্পেনের প্রদর্শনী কেন্দ্র 'হাত দিয়ে তৈরি'।

    এসইইআই'র চেয়ারম্যান হ্যাভিয়ের কনডে বেত তৈরি এই স্থাপত্যের অভ্যন্তরীণ 'গোপন' কথা জানিয়েছেন। তিনি বলেন,

    স্পেনের প্রদর্শনী কেন্দ্রের তিনটি তলা আছে। তিনটি প্রদর্শন এলাকা এবং গণ এলাকা নিয়ে গঠিত। গণ এলাকায় একসঙ্গে ৩শ' লোক স্প্যানিশ রেস্তোঁরায় খেতে পারবে। রেস্তোঁরাটি দর্শকদের জন্য ঐতিহ্যবাহী স্প্যানিশ খাবার সরবরাহ করবে। এছাড়া ২শ' লোকের জন্য একটি থিয়েটার, স্মারক জিনিসের দোকান, ব্যবসা কেন্দ্র ও অফিসসহ অনেক কিছুই থাকবে।

    হ্যাভিয়ের কনডে বিশ্বাস করেন, সাংহাই বিশ্ব মেলা শুরু হওয়ার পর, বিশ্বের দর্শক বিশেষ করে চীনা দর্শকরা স্পেনের প্রদর্শনী কেন্দ্রের মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত ও জীবন্ত স্পেনকে অনুভব করতে পারবেন। চীনে স্পেনের রাষ্ট্রদূত কার্লোস ব্লাস্কো বলেছেন, তিনি আশা করেন, ভালোভাবে ডিজাইন করা এই স্পেনের প্রদর্শনী কেন্দ্র এবারের বিশ্ব মেলার বিশেষজ্ঞদের বাছাই থেকে নির্ধারিত হয়ে 'চীন ও স্পেনের জনগণের চিরস্থায়ী মৈত্রীর প্রতীক' হিসেবে চিরস্থায়ীভাবে সাংহাই বিশ্ব মেলা পার্কে থেকে যাবে।

    সম্পর্কে সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর উপ-মহাপরিচালক জু ইয়োং লেই উদ্যোক্তার পক্ষ থেকে সাংহাই বিশ্ব মেলার প্রতি স্পেনের সমর্থন ও ইতিবাচক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,

    স্পেনের প্রদর্শনী কেন্দ্র চীন ও স্পেন এ দু'দেশের জনগণের অভিন্ন আকাঙ্খার সৃষ্টি করা স্থাপত্য। এতে উভয়ের প্রকৃতিতে থাকা—বেত ব্যবহার করা হয়েছে। শুভেচ্ছা ও আশা-আকাঙ্ক্ষা প্রকাশের পাশাপাশি স্পেনের শহরের আধুনিক দৃশ্যও জ্বলজ্বল করবে এ প্রদর্শনী কেন্দ্রে। চীনা দর্শকরা এর মধ্য দিয়েই স্পেনকে আরো বেশি উপলব্ধি করবেন। স্পেনের প্রদর্শনী কেন্দ্র প্রত্যেক দর্শকের মনে চিরস্থায়ী সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে বলে আমরা আন্তরিকভাবে কামনা করছি। 


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China