v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলাঃ স্পেনের প্রদর্শনী কেন্দ্র
2009-06-25 15:10:23
    'অর্থনৈতিক অলিম্পিক গেমস' বলে গণ্য করা ২০১০ বিশ্ব মেলা আগামী বছরের ১ মে চীনের সাংহাই-এ শুরু হতে যাচ্ছে। সে সময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্ব মেলা পার্কে নিজেদের নির্মিত প্রদর্শনী কেন্দ্রের মধ্য দিয়ে দর্শক ও পর্যটকদের নিজেদের বৈশিষ্ট্যময় শহর ও সংস্কৃতির আকর্ষণশক্তি প্রদর্শন করবে। আজ আমি আপনাদেরকে আগেভাগে নির্মাণাধীন স্পেনের প্রদর্শনী কেন্দ্রে নিয়ে যাবো। আমরা একসঙ্গে স্পেনের আগের ও ভবিষ্যতের বাহন হিসেবে বেত দিয়ে তৈরী 'ঝুড়ির মত' স্থাপত্য অনুভাব করবো।

    চলতি বছরের মার্চ মাসে সাংহাই বিশ্ব মেলার স্পেনীশ প্রদর্শনী কেন্দ্রের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাংহাই বিশ্ব মেলা স্পেনীশ প্রদর্শনী কেন্দ্রের প্রতিনিধি, স্পেনের জাতীয় আন্তর্জাতিক প্রদর্শনী সংস্থা এসইইআই'র চেয়ারম্যান হ্যাভিয়ের কনডে স্পেনের প্রদর্শনী কেন্দ্রের বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি বলেন,  

    বিশ্ব মেলার মূল লক্ষ্য অংশগ্রহণকারী দেশগুলোর সাফল্য প্রদর্শন করা থেকে মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ১৯৯২ সালে সেভিলিয়া বিশ্ব মেলা থেকে এ বৈশিষ্ট্য দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোর বিশ্ব মেলা, যেমন জার্মানির হ্যানোভার বিশ্ব মেলা এবং জাপানের আইছি বিশ্ব মেলার প্রসঙ্গ মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে সংগতিপূর্ণ। এতে পরিবেশ, মানবজাতি ও প্রকৃতির সম্প্রীতিমূলক সহাবস্থান এবং নগরায়নের প্রক্রিয়া অন্যতম। সাংহাই বিশ্ব মেলার প্রসঙ্গ 'নগর জীবনযাপনকে আরো সুন্দর করে তোলা'কে কেন্দ্র করে আমরা বেত দিয়ে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উপায়কে ব্যাখ্যা করার মধ্য দিয়ে ঐতিহ্য ও আধুনিক অবস্থানকে মিশিয়ে নতুনত্বের ধারণাকে ফুটিয়ে তুলেছি। প্রদর্শনীর প্রসঙ্গ ক্ষেত্রে স্পেনের প্রদর্শনী কেন্দ্রের ৩টি অংশ আছে। প্রথমতঃ 'প্রকৃতি থেকে শহর পর্যন্ত'। তাতে আমাদের পিতৃপুরুষ ও প্রাচীনকালের ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয়তঃ 'আমাদের বাবামা'র শহর থেকে এখন পর্যন্ত'। আমাদের মাবাবার জীবনযাপনের শহরের আগের ও বর্তমান অবস্থা ব্যাখ্যা করা হয়েছে। তৃতীয়তঃ 'আমাদের বর্তমান শহর থেকে আগামী প্রজন্মের শহর পর্যন্ত'-এতে এখন থেকে ভবিষ্যত পর্যন্ত আমাদের নগরের জীবনযাপনের ধারা ব্যাখ্যা করা হয়েছে।

    এসইইআই হচ্ছে স্পেনের আগের সব বিশ্ব মেলায় স্পেনের প্রদর্শনী কেন্দ্রের ডিজাইন, নির্মাণ, প্রদর্শন এবং আন্তর্জাতিক প্রদর্শনী সংশ্লিষ্ট বিষয়ক সরকারী সংস্থা। হ্যাভিয়ের কনডে বলেছেন, দেশের প্রদর্শনী কেন্দ্র হচ্ছে একটি দেশের সংক্ষিপ্ত চিত্র। সাংহাই বিশ্ব মেলার স্পেনের প্রদশনী কেন্দ্র আরো ভালোভাবে বিশ্বের দর্শক বিশেষ করে চীনা দর্শকদেরকে আধুনিক স্পেনের গ্রাম ও শহরের দৃশ্য ফুটিয়ে তোলার জন্য তারা প্রকাশ্য দরপত্র আহ্বানের মধ্য দিয়ে দেশের ১৮টি বিখ্যাত স্থপতি'র ডিজাইন থেকে নারী স্থপতি বেনেডেদ্দা তাগলিয়াবুয়ে'র সৃষ্ট ডিজাইনকে চূড়ান্ত হিসেবে বাছাই করা হয়েছে।

    আসলে ১৯৮০ সালে বেনেডেদ্দা তাগলিয়াবুয়ে চীনে এসেছিলেন এবং তখন থেকে তিনি ঐতিহ্যিকভাবে সমৃদ্ধ চীনা সংস্কৃতিকে ভালোবাসতে শুরু করেন। ২০০৩ সালে পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ডিজাইন দলের একমাত্র নারী হিসেবে তিনি চীনের জাতীয় স্টেডিয়াম—বার্ড নেস্ট এবং জাতীয় সাঁতার কেন্দ্র—ওয়াটার কিউবের ডিজাইন এবং পরীক্ষা ও মূল্যায়ন কাজে অংশ নেন। সাংহাই বিশ্ব মেলার স্পেন প্রদের্শনী কেন্দ্রের পরিকল্পনায় তিনি এবং তার দল প্রাকৃতিক উপাত্ত এবং অগ্রণী প্রযুক্তি ব্যবহার করে ইস্পাত কাঠামো ঝুঁড়ির মতো স্পেনের প্রদর্শনী কেন্দ্রের ডিজাইন করেছেন। ঝুঁড়ির বাইরের দেয়ালটি হাতে বোনা বেতের বোর্ড দিয়ে আবৃত করা হয়। সারা স্থাপত্যের উপকরণ হচ্ছে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই। স্থাপত্যের ওপরে সৌর শক্তি বোর্ড জ্বালানী সম্পদ সরবরাহ করে। তা পুরোপুরিভাবে 'প্রাকৃতিক, পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী সাশ্রয়'-এর বর্তমান সবচেয়ে তপ্ত ধারণাই প্রতিফলিত হয়েছে।

    বেনেডেদ্দা তাগলিয়াবুয়ে আমাদের জানিয়েছেন,

    স্থাপত্যের ডিজাইনের প্রক্রিয়া হচ্ছে একটি গ্রুপের মনোযোগ সহকারে সৃষ্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাকে অব্যাহতভাবে নানা ধরনের অসুবিধা কাটাতে হয়েছে। আমাদের দলে প্রায় ৪০জন সদস্য আছে। চীনে তা বড় নয়। তবে স্প্যানিশদের জন্য তা বড় ধরনের। শুরুতেই আমরা বেত দিয়ে বাইরের দেয়ালের আবরণ হিসেবে নির্মাণের বিষয়টি নির্ধারণ করেছি। সহযোগিতার প্রক্রিয়ায় নতুন ধারণা অব্যাহত রয়েছে। সর্বশেষ ধারণা হচ্ছে ক্যালিগ্রাফি রূপের মধ্য দিয়ে একটি চীনা কবিতা বাইরের দেয়ালে 'লেখা'। বেশ কয়েকজন চীনা বন্ধু আমাদেরকে ভালো প্রস্তাব দিয়েছেন। আমি আশা করি, আমাদের ডিজাইনটা পূর্ণাঙ্গকরণের জন্য আরো বেশি বন্ধু প্রস্তাব দেবেন।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China