v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভবিষ্যতের সাংহাই বিশ্ব মেলাকে দেখা
2009-06-18 16:33:17
    আজ থেকে সাংহাই বিশ্ব মেলা শুরু হওয়ার আর মাত্র এক বছরের মত বাকী আছে। আজ আমি আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে ভবিষ্যতের সাংহাই বিশ্ব মেলাকে দিব্য চোখে দেখবো। আমরা নির্দিষ্ট সময়ের আগেই সৃজনশীল প্রদর্শনী কেন্দ্র এবং সমৃদ্ধ পরিবেশনা পর্যবেক্ষণ করতে যাবো।

    এখন আপনারা যে গান শুনচ্ছেন, তা বিশ্ব মেলার গান—আমার শহর। বিশ্ব মেলা পার্কে চিরস্থায়ী স্থাপত্য ছাড়া ব্যাপক অস্থায়ী স্থাপত্যও রয়েছে। এ সব হচ্ছে বিদেশের নিজেদের উদ্যোগে নির্মিত প্রদর্শনী কেন্দ্র, ভাড়া প্রদর্শনী কেন্দ্র এবং যৌথ প্রদর্শনী কেন্দ্র। বিশ্ব মেলার সাধারণ রেওয়াজ অনুযায়ী এ সব অস্থায়ী স্থাপত্য এবারের বিশ্ব মেলা শেষ হওয়ার পর ভেঙে ফেলা হবে। সবাই এর জন্য পরিতাপ করলেও অর্ধ বছরের এ প্রদর্শনের মধ্য দিয়ে সব সৃজনশীলতা ও ধারণা মানুষের হৃদয়ে লেপটে থাকবে। বর্তমানে বিভিন্ন প্রদর্শনী কেন্দ্রের জিনিসপত্র অজানা হলেও, শুধু প্রদর্শনী কেন্দ্রের ডিজাইনই প্রশংসনীয়।

    প্রথমে আমরা বৃটেনের প্রদর্শনী কেন্দ্রে বেড়াতে যাবো। ২০১০ সাংহাই বিশ্ব মেলায় অংশগ্রহণকারী বৃটেনের প্রতিনিধি কার্মা অ্যালিওট বলেছেন, প্রদর্শনী কেন্দ্রটি হচ্ছে বৃটিশ জনগণের চীনা জনগণকে দেয়া 'শুভেচ্ছা উপহার'। ব্রিটিশ প্রদর্শনী কেন্দ্রের আয়তন ৬ হাজার বর্গমিটার এবং ৬ তলার মতো উঁচু। এ প্রদর্শনী কেন্দ্রটির বহির্ভাগ ৭০ হাজার মিটার লম্বা কাঁচের টুকরো বসির তৈরী করা হয়েছে। এ কাঁচের টুকরোগুলো পুরো প্রদর্শনী কেন্দ্র জুড়ে খাড়াভাবে বসানো হয়েছে। যাকে ইংরেজীতে বলা হয় ভার্টিক্যাল। দেখতে ঠিক শুঁয়ো পোকার মত মনে হবে। শুঁয়ো পোকার গায়ের যেমন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। এ প্রদর্শনীকে দেখেও তাই মনে হবে। যখন বাতাস বইতে থাকে তখন মনে হয় যেন কাঁচ আর বাতাসের লুকোচুরী খেলা হচ্ছে। এ ছাড়াও সন্ধ্যার আবছা অন্ধকারে আলোর উজ্জ্বল মেলায় তা আরো ঝলমলে হয়ে ওঠে। বন্ধুরা আসুন আমরা এখন একসঙ্গে কার্মা অ্যালিওট-এর ব্যাখ্যা শুনি। তিনি বলেন,

    আমাদের এই কেন্দ্রের ৭০ হাজারেরও বেশি ভাজ আছে। রাতে তা হাল্কাভাবে চকচক করে। দেখতে একটি দৃশ্যমন জীবজন্তুর মতো। আমাদের এই কেন্দ্র নদীর তীরে থাকার কারণে দেখতে তা আরো বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। হুয়াং পু চিয়াং নদীর ওই পাড় থেকেও তা দেখা যাবে।

    যদি ব্রিটিশ প্রদর্শনী কেন্দ্রের বাইরের প্রতিটি ভাজ যেন 'নর্তনশীল শুভেচ্ছা উপহার'-এর প্যাকিং কাগজ বলে মনে করা হয়, তাহলে কেন্দ্রে প্রবেশ করা মানেই প্যাকিং করা কাগজটি খুলে উপহারটি দেখার মতোই। কার্মা অ্যালিওট আশা করেন, মধুর এ বিস্ময়টিকে বিশ্ব মেলার উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত ধরে রাখা হবে। ব্রিটিশ প্রদর্শনী কেন্দ্রের প্রসঙ্গ হচ্ছে সৃজনশীল কেন্দ্র। এর লক্ষ্য হচ্ছে সকল দর্শককে শহরের হৈচৈ ভূলে গিয়ে শান্তিপূর্ণ ও স্থির পরিবেশ উপভোগ করার বাগানে প্রবেশ করা। এছাড়া এখানে সকল ফুটবল অনুরাগীদের প্রত্যাশিত একটি সুখবর আছে। কার্মা অ্যালিওট বলেন, ব্রিটিশ সংস্কৃতি প্রচারের জন্য বৃটেন সাংহাই বিশ্ব মেলা চলাকালে ডেভিড বেকহ্যাম এবং বৃটেনের আরো বেশি বিখ্যাত ব্যক্তিদের সাংহাই-এ নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছে।

    অনেক দেশই সাংহাই বিশ্ব মেলার মধ্য দিয়ে নিজের দেশের সংস্কৃতি প্রচার করতে চায়। ফ্রান্স এর মধ্যে অন্যতম। সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর উপ-মহাপরিচালক হুয়াং চিয়ান জি মনে করেন, ফ্রান্সের প্রদর্শনী কেন্দ্র হচ্ছে একটি শহরকে প্রত্যক্ষভাবে সবাইকে দেখানো। কারণ ফ্রান্সের প্রদর্শনী কেন্দ্র পানির ওপরে নির্মিত হবে। পানি পুনব্যবহার করা যাবে। গ্রীষ্মকালে তাপমাত্রা কমানো যাবে। স্থাপত্যের ছাদ হচ্ছে একটি ফরাসী বাগান। পর্যটকদের ওপর থেকে নিচে নেমে আসতে হবে। হুয়াং চিয়ান জি বলেন,

    ফ্রান্সের প্রদর্শনীর দায়িত্বশীল কর্মকর্তা মনে করেন, সকল শহরবাসীর শহরটিকে দেখা করা উচিত। তবে মানুষ কীভাবে শহরটিকে প্রত্যক্ষ করবে? মানুষের দর্শনশক্তি, শ্রবনশক্তি, ঘ্রাণশক্তি, স্বাদ ও স্পর্শের মধ্য দিয়ে শহরটিকে প্রত্যক্ষ করা যাবে। ফরাসী সংস্কৃতির শ্রেষ্ঠ ও উত্কৃষ্ট বিষয় এই প্রদর্শনী কেন্দ্রের মঞ্চে উপভোগ করা যাবে। আমি জানতে চেয়েছিলাম। তারা অনানুষ্ঠানিকভাবে আমাকে জানিয়েছে। তা বিশ্ববিখ্যাত ফরাসী সুগন্ধী।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China