v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছবির মতো সুন্দর জায়গা—চিয়াং সি লু শান পাহাড়
2009-05-28 20:53:44

    ১৯৮৮ সালে লু শান পাহাড়ের হুয়া চিং পার্কে 'বাই চু ই স্মৃতি ঘর' স্থাপন করা হয়েছে। জানা গেছে, হুয়া চিং এ দুটো অক্ষর হচ্ছে বাই চু ই'র হাতের লেখা। বসন্তকালে হুয়া চিং পার্কে সতেজ ফুল ফোটে এবং দৃশ্য খুবই সুন্দর। পর্যটক ছেন খুন বলেন,

    বড় শহরের হৈচৈ থেকে এখানে এসে মনে হয় প্রকৃতির কোলে ফিরে এসেছি।

    ফুলের রকমারিতা বেশি হওয়ার কারণে লু শান পাহাড়ের হুয়া চিং পার্কের পীচ ফুল মার্চ মাসের শেষ দিক থেকে মে মাসের প্রথম দিক পর্যন্ত প্রস্ফুটিত হয়। এখন প্রতি দিন ৩ হাজারেরও বেশি পর্যটক পীচ ফুল দেখার জন্য এখানে আসেন। হুয়া চিং-এর পীচ ফুল প্রাচীন কবিতার বর্ণনানুযায়ী পরিবেশ সৃষ্টির জন্য হুয়া চিং পার্ক কর্তৃপক্ষ জে চিয়াং ও হু নান প্রদেশের বেশ কয়েকটি পীচ ফুলের মূল্যবান প্রজাতি এখানে সংযোজন করেছে। লু শান পাহাড়ের হুয়া চিং পার্কের পরিচালক ছিয়ান ই ফেই বলেন,

    মে মাস লু শান পাহাড়ে ফুল ফোটার সময়। এপ্রিল মাসের প্রথম দিক থেকে হুয়া চিং পার্কের পীচ ফুল ফোটে। অনেক পর্যটক তা দেখতে খুব পছন্দ করে। ২০০৮ সালের নভেম্বর মাসে আমরা জে চিয়াং, ফু চিয়ান ও হু নানসহ বিভিন্ন জায়গা থেকে কিছু নতুন জাতের ফুলের গাছ এনে এখানে লাগিয়েছি। এর মধ্যে প্রধানত পীচ ফুল।

    বসন্ত ও গ্রীষ্মকালের সন্ধিলগ্নে হুয়া চিং থেকে অদূরে চিন সিউ কু'র সৌন্দর্যকে মিস করা যায় না। চিন সিউ কু হচ্ছে ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুন্দর উপত্যকা। পর্যটক স্যুই লি বলেন,

    চিন সিউ কু'র দৃশ্য খুব সুন্দর। আজ আমরা দুর্লভ দেখা যায় ইয়ুন হাই অর্থাত্ মেঘের সমুদ্র এবং লু শান পাহাড়ের জলপ্রপাতে মেঘ দেখেছি। খুব বিস্ময়কর।

    তাইওয়ানের পর্যটক ওয়াং সোং রোং বলেন,

    আমি হুয়াং শান পাহাড় ও থাই শান পাহাড়ে গিয়েছি। তবে লু শান পাহাড়ের সৌন্দর্য্য তাদের চেয়ে ভিন্ন। যদিও হুয়ান শান পাহাড়ের চেয়ে এতো খাড়া নয় অথবা থাই শান পাহাড়ের মতো জাঁকজমকপূর্ণ নয়। তবে তার নিজের সৌন্দর্য্য রয়েছে। এটা এক ধরনের কমনীয় সৌন্দর্য্য। খুব সুন্দর।

    লু শান পাহাড়ের প্রাণী সম্পদ সমৃদ্ধ। এখানকার বনের আবৃতির হার প্রায় ৭৬.৬ শতাংশ। পোকার জাত ২ হাজারেরও বেশী। ১শ' ৭০টিরও বেশী জাতের পাখি ৩৭টিরও বেশি জাতের পশুপ্রাণী। লু শান পাহাড় দর্শনীয় স্থানে ৩শ' হেকটরের বৃক্ষ বাগান আছে। এখানে পাইন গাছ ও রডোডেনড্রন ফুলসহ ৩ হাজার ৪শ'রও বেশী ধরনের উদ্ভিদ রয়েছে। বাগান জুড়ে পাইন গাছ অঞ্চল, আন্তর্জাতিক মৈত্রীর রডোডেনড্রন ফুল বাগান, গ্রীনহাইস অঞ্চল, ঘাস ও ফুল অঞ্চল, বৃক্ষ বাগান, শিলা বাগান, কিউই ফল অঞ্চল, ঔষধী বৃক্ষ অঞ্চল ও চা বাগানসহ ৯টি বিভিন্ন রকমের বিশেষ অঞ্চল ও প্রদর্শনী অঞ্চল নির্মিত হয়েছে। এর মধ্যে বৃক্ষ বাগান দেশী-বিদেশী ৩শ'রও বেশী রকমের রডোডেনড্রন ফুল ফোটে। দেখতে অনেক সুন্দর।

    লু শান পাহাড়ের ঔষধী বৃক্ষ সম্পদও খুব সমৃদ্ধ। এখানকার ঔষুধী অঞ্চলে ৩শ'রও বেশি ধরনের চিকিত্সা বৃক্ষ চাষ করা হয়। লু শান পাহাড়ের বৃক্ষ বাগানের পার্ক বিভাগের পরিচালক ওয়েই জোং সিয়ান বলেন,

    ১৯৩৪ সালে লু শান পাহাড়ের উদ্ভিদ বাগান প্রতিষ্ঠার পর এ পর্যন্ত এর ৭৫ বছরের ইতিহাস রয়েছে। আমাদের এখানকার উদ্ভিদ বাগানের তিনটি বৈশিষ্ট্য আছে। প্রথমতঃ পাইন গাছ ধরনের বৃক্ষ বেশি। সারা পৃথিবী ৬শ'রও বেশি জাতের পাইন গাছ এখান আছে। এখানে মোট ২৪৭টি জাত আছে। তা সারা পৃথিবীর প্রায় অর্ধেক। দ্বিতীয়তঃ আমাদের এখানকার রডোডেনড্রন ফুল। চীনে ৬শ'রও বেশি জাতের রডোডেনড্রন ফুল আছে। আমাদের উদ্ভিদ বাগানে ৩শ' জাতের আছে। তা সারা চীনের রডোডেনড্রন ফুলের ধরনের প্রায় অর্ধেক। তৃতীয়তঃ আমাদের পুষ্পহীন লতার সংগ্রহ হচ্ছে বিশ্ব গ্রহণযোগ্য।

    লু শান পাহাড়ে হুয়া চিং, চিন সিউ কু ও উদ্ভিদ বাগান ছাড়াও পর্যটকরা উ লাও ফেং চূড়া, মেই লু, হান বো খৌ ও সিয়ান রেন তোংসহ বিভিন্ন দর্শনীয় স্থানে আসলে আর যেতে চায় না। লু শান পাহাড়ে ভ্রমণের সময় স্থানীয় বৈশিষ্ট্যময় সুস্বাদু খাবারও পাওয়া যায়। এছাড়া লু শান পাহাড় হচ্ছে ইয়ুন উ চা'য়ের উত্স স্থান। চা খেতে ভালো লাগলে, তা মিস করবেন না। 


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China