v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছবির মতো সুন্দর জায়গা—চিয়াং সি লু শান পাহাড়
2009-05-28 20:53:44
    ২০১০ সাংহাই বিশ্ব মেলার দিন ঘনিয়ে আসছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাংহাই থেকে খুব একটা দূরে নয় বরং গ্রীষ্মকাল কাটানোর উপযুক্ত স্থান—চিয়াং সি লু শান পাহাড়ে নিয়ে যাবো।

    লু শান পাহাড় হচ্ছে মধ্য চীনের চিয়াংসি প্রদেশের চিউ চিয়াং শহরের বিখ্যাত পাহাড়। তা ছাংচিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় সমতলভূমি ও বো ইয়াং হ্রদের পাশে অবস্থিত। নদী ও হ্রদের পাশে থাকার কারণে গ্রীষ্মকালে লু শান পাহাড়ের গড়পড়তা তাপমাত্রা মাত্র ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। লু শান পাহাড় সাংহাই থেকে ৯শ কিলোমিটারেরও বেশী দূরে, যাতায়াত ব্যবস্থা খুব সুবিধাজনক। সাংহাই থেকে লু শান পাহাড় পর্যন্ত ট্রেনে করে যেতে প্রায় ১০ ঘন্টা লাগে। আগের দিন রাতে ট্রেনে উঠলে, দ্বিতীয় দিন খুব ভোরে ছবির মতো সুন্দর লু শান পাহাড়ের দর্শনীয় স্থানে পৌঁছা যায়।

    বন্ধুরা, এখন আপনারা যে শব্দ শুনছেন, তা লু শান পাহাড়ের সবচেয়ে বিখ্যাত দৃশ্য—সান তিয়ে ছুয়ান জলপ্রপাতের শব্দ। সান তিয়ে ছুয়ানকে 'লু শান পাহাড়ের প্রথম অদ্ভূত দৃশ্য' বলে গণ্য করা হয়। যে 'সান তিয়ে ছুয়ানে না আসলে সে লু শান পাহাড়ের পর্যটক বলা যায় না' এমন প্রবাদ আছে। বসন্তকালে জলপ্রপাতের পানি ৩টি অংশে বিভক্ত হয়ে পড়ে। ১৫৫ মিটার নীচে অনবরত পানি পড়ছে। দেখতে খুবই দৃষ্টিনন্দন। সান তিয়ে ছুয়ানের প্রতিটি অংশের নিজস্ব বৈশিষ্ট্য আছে। বিশেষ করে গ্রীষ্মকালের প্রথম দিকে যখন বৃষ্টি বেশি পড়ে, তখন জলপ্রপাতের বজ্রের শব্দের মতো সবাইকে আশ্চর্য করে দেয়। পর্যটক ওয়াং ইয়ান বলেন,

    খুবই সুন্দর। জলপ্রপাতের পানি বেশী। অনেক পর্যটক এখানে আসেন। সবাই হাসিখুশি মন নিয়ে এখানে ঘুরে বেড়ায়।

    বছরের চার ঋতুতে লু শান পাহাড়ের সুন্দর দৃশ্য চার রকমের হয়ে যায়। ১ হাজার বছরেরও বেশী আগের থাং রাজবংশের কবি তার কবিতায় বর্ণনা করেছেন, বসন্তকাল হচ্ছে লু শান পাহাড়ের চোখ জুড়ানো সবচেয়ে সুন্দর ঋতু। লু শান পাহাড়ের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক তাই চিয়ান এ সম্পর্কে বলেন,

    বসন্তকালের লু শান পাহাড় কবিতা ও স্বপ্নের মতো, দেখতে ঠিক ভূচিত্রের মতো। মার্চ ও এপ্রিল মাসে লু শান পাহাড়ে মেঘ ও কুয়াশায় ঢাকা পড়ে যায়। ভাসমান কুয়াশা পাহাড়গুলোর মধ্যে কখনও উড়ে এসে জুড়ে বসে আবার কখনও হঠাত হারিয়ে যায়। তা পুরোপুরিভাবে লু শান পাহাড়ের সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলা। বসন্তকালে লু শান পাহাড়ে বেড়ানোর শ্রেষ্ঠ দর্শনীয় স্থান হচ্ছে উদ্ভিদ বাগান, চিন সিউ কু, হুয়া চিং ও সান তিয়ে ছুয়ান।

    জলবায়ুর নিয়ম অনুযায়ী, এপ্রিল মাসের শেষ দিকে লু শান পাহাড় বসন্তকালের শাড়ী পরে। এ সময় থাং রাজবংশের কবি বাই চু ই বন্ধুর সঙ্গে লু শান পাহাড়ে ঘুরে বেড়ান। যখন তারা সিয়াং লু চূড়ায় উঠেন, তখন তা লিন মন্দির থাকেন। ঠিক সে সময় পীচ ফুল ফোটে। বাই চু ই তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে একটি কবিতা লিখে ফেলেন। কবিতার অর্থ এমনঃ এপ্রিল মাসে লোকালয় জুড়ে ফুল আর ফুল। লু শান পাহাড়ের পীচ ফুলের কুড়ি থেকে পাঁপড়ি ছড়ানোর দিন।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China