দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে শতাধিক মাইল জুড়ে একটি রডোডেনড্রন ফুলের দর্শনীয় স্থান রয়েছে। সেখানে বিশ্বের সবচেয়ে বড় আয়তনের বিভিন্ন ধরনের ও সুষ্ঠুভাবে সংরক্ষিত প্রাকৃতিক রডোডেনড্রন গাছের বন রয়েছে। প্রতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত হরিত্ বর্নের এ গাছের ফুল সারা জায়গা জুড়ে ফুটে থাকে এবং এ জায়গাটিকে 'পৃথিবীর রঙিন ফিতা এবং বিশ্বের মনোহরী বাগান'-এর রূপ দিয়েছে। এছাড়া এখানে ই জাতি প্রধান হিসেবে সংখ্যালঘু জাতিদের মিলিত হওয়ার কারণে সেখানকার বর্ণিল লোক রীতিনীতি এবং সংস্কৃতিও রয়েছে। আজ আমরা এক সাথে এই অদ্ভূত সুন্দর স্থানে গিয়ে রডোডেনড্রন ফুলের সাগরে ডুব দিয়ে স্থানীয় রীতিনীতি অনুভব করবো।
স্থানীয় পথপ্রদর্শকের উত্সাহব্যঞ্জক ও সরল অতিথিবত্সল স্বাগত সম্ভাষণ পাহাড়ি গানের সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে একটি পরিবেশ সংরক্ষণ ব্যাটারি চালিত গাড়িতে বসে শতাধিক মাইলব্যাপী রডোডেনড্রনের এ দর্শনীয় স্থানে প্রবেশ করছি। তখন পথপ্রদর্শক চাং সিয়াও মেই বলেন,
শতাধিক মাইলের রডোডেনড্রন ফুলের দর্শনীয় স্থান কুইচৌ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বি চিয়ে এলাকায় অবস্থিত। এর মোট আয়তন ১২৫.৮ বর্গকিলোমিটার। এখন পর্যন্ত রডোডেনড্রন ফুলের মোট ৪১টি ধরনের জাত খুঁজে বের করা হয়েছে। বিশ্বের রডোডেনড্রন ফুলের ৫টি এশীয় জাতের সবগুলোই এখানে রয়েছে।
শতাধিক মাইলের রডোডেনড্রন ফুল আগুনের ফুলকীর মতো ফোটে। বিভিন্ন রকমের এ ফুল মানুষের হৃদয়ে নানা ধরনের অনুভূতি এনে দেয়। এর সবচেয়ে বিশেষ দিক হচ্ছে 'একটি গাছে ভিন্ন ফুল ফুটে থাকে'। তার মানে একটি রডোডেনড্রন গাছে বিভিন্ন রকমের ফুল ফোটে এবং সবচেয়ে বেশী ৭ প্রকারের। এ সব অতি রিরল রডোডেনড্রন গাছগুলোর মধ্যে কোন কোনটি একাই একাই থাকে। কোন কোন জায়গায় তিনচারটি গাছ এক সাথে থাকে। ফলে শতাধিক মাইলের এ দর্শনীয় স্থান এতো সুন্দর হয়ে উঠেছে। উঁচু থেকে দেখলে মনে হবে পাহাড়গুলোর ওপরে রঙিন ফুলের গালিচা বিছিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি পর্যটকরা যেন রডোডেনড্রনের সাগরে হাবুডুবু খাচ্ছে।
ফু চিয়ানের পর্যটক কুও বি ইয়ান শতাধিক মাইলের এ দর্শনীয় স্থানের প্রশংসায় পঞ্চ মুখ। তিনি বলেন,
শতাধিক মাইলের এ ফুলের বাগান হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমার বন্ধু এখানকার অধিবাসী। গতকাল তিনি আমাদের নিয়ে হুয়াং কোও শু জলপ্রপাতে বেড়াতে গিয়েছেন। আজ আমরা শতাধিক মাইলের রডোডেনড্রন ফুল দেখার জন্য এসেছি। আগে আমি ইয়ুন নান প্রদেশের ফুল দেখেছি। তবে সেখানকার ফুল হচ্ছে কৃত্রিম চাষ করা। এখানকার মতো এতো প্রাকৃতিক ও সুন্দর নয়।
কেন এখানে বিশ্বের একমাত্র বড় আয়তনের প্রাকৃতিক রডোডেনড্রন ফুল ফুটে থাকে? পথপ্রদর্শকের দু'টো ব্যাখ্যা আছে। প্রথমতঃ সেখানে বেশি ঠাণ্ডার শীতকাল বা অত্যঠিক গরমের গ্রীষ্মকাল নেই। উঁচু সমুদ্রতল, নিম্ন অক্ষাংশ এবং উষ্ণ ও ভিজে মৌমুমী আবহাওয়া এ ফুলের বড় হওয়ার জন্য খুবই উপযোগী। দ্বিতীয়ত এ স্থানটি ই জাতির অধ্যূষিত এলাকা। যেখানে ই জাতি থাকে, সেখানেই রডোডেনড্রন ফুল থাকে। এ ফুল ই জাতির পবিত্র ফুল। যদিও দ্বিতীয় ব্যাখ্যা শুনতে পৌরাণিক কাহিনীর মতো, তবুও শতাধিক মাইলের এ দর্শনীয় স্থানের অনেক দৃশ্য ই জাতির গভীর সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে 'জুই চিউ নিউ'।
1 2 |