v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তেং লির নতুন স্কুল টার্ম
2009-04-14 20:33:48

দুর্গত এলাকার ছেলেমেয়েরা চিরকালই বিশ্বের বিভিন্ন দেশের সুগভীর বন্ধুত্ব ও মৈত্রীর কথা মনে রাখবে এবং তা কখনো ভুলবে না । এই কর্মকর্তা আরও জানিয়েছেন,সমাজের বিভিন্ন মহলের আর্থিক সাহায্য ও সরকারের বরাদ্দ অর্থ হস্তগত হওয়ার সাথেসাথে দুর্গত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্গঠনকাজ পরপর শুরু হচ্ছে । অনুমান করা হচ্ছে , এ বছরের পয়লা সেপ্টেম্বরের আগে ৯০ শতাংশ স্কুলের পুনর্গঠনকাজ সম্পন্ন হবে । আগামী বছরের পয়লা সেপ্টেম্বর নাগাদ গোটা সিছুয়ান প্রদেশের সব কটি স্কুলের পুনর্গঠনকাজ সম্পন্ন হবে ।

তেং লির লেকু মাধ্যমিক স্কুলের পুনর্গঠনকাজ দ্রুততর হচ্ছে । আগামী পয়লা আগষ্ট নতুন স্কুল ভবন প্রকল্প সম্পন্ন হবে । তেং লি ও তার সহপাঠীরা তাদের নতুন স্কুলভবনের প্রতিক্ষায় রয়েছে । তেং লি বলে, নতুন ভবন সত্যই সুন্দর । নতুন ক্লাসরুমে আমরা লেখাপড়ার অপেক্ষায় আছি । নতুন স্কুলভবনের পুনর্গঠনের দায়িত্বশীল কর্মকর্তা উ ওয়েই বলেন, ৮ ও ৯ মাত্রার ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম হবে এমন পরিকল্পনা অনুযায়ী নতুন স্কুলভবন নির্মাণ করা হচ্ছে । প্রকল্পের প্রক্রিয়ায় আমরা পুরোপুরি এবং গুরুত্বসহকারে নকশা অনুযায়ী কাজ করছি । তিনি ছাত্রছাত্রীদের বলেন, ছেলেমেয়েরা , আমরা তোমাদের স্কুলভবনের নির্মাতা ।

আমরা অবশ্যই সুন্দরভাবে তোমাদের স্কুলভবন নির্মান করব । যাতে তোমরা ভিতরে ভালভাবে লেখাপড়া করতে পার । নির্মান ক্ষেত্রের অদূরে তেং লির বর্তমানের অস্থায়ী ক্লাসরুম অবস্থিত । প্রতিদিন ক্লাস শুরু ও শেষে তারা নির্মানক্ষেত্রের পরিবর্তন দেখতে যায় । তারা আগ্রহের সঙ্গে নতুন ক্লাসরুমে লেখাপড়া করতে অপেক্ষা করছে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China