v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
 ওয়াং হুইইয়াওয়ের কাহিনী
2009-04-09 20:58:10

 তিনি বলেন,ইউরোপ-আমেরিকা ছাত্র সমিতি পুরানো ইতিহাসসমৃদ্ধ এক সংস্থা । সংস্কার ও উন্মুক্তকরণের পর ইউরোপ-আমেরিকা ছাত্র সমিতিও পরিবর্তনের সম্মুখীন হয় । কারণ এখন প্রায় ৯০ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী নিজেদের খরচে বিদেশে লেখাপড়া করে । তাদের মধ্যে বেশির ভাগই নিজেরা শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন ।

সুতরাং আমার প্রস্তাবে ২০০২ সালে ইউরোপ-আমেরিকা ছাত্র বাণিজ্য সমিতি প্রতিষ্ঠিত হয় । এ বাণিজ্য সমিতি সম্পর্কে ওয়াং হুইইয়াও বলেন, গত ৫ বছরের প্রতি বছরে চীনা গ্র্যান্ড হোটেলে সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । প্রতি মাসে মধ্যান্হ ভোজসভা এবং দরিদ্র লোকদের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতি বছর দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিশেষ করে অলিম্পিক গেমসের জন্য বাণিজ্য সমিতি ১০ লাখ রেনমিনপি সংগ্রহ করেছে ।

ওয়াং হুইইয়াও বিদেশ থেকে ফিরে আসা ছাত্রদের মেধা ও প্রস্তাবের ভূমিকাকেও গুরুত্ব দেন । তিনি বেশ কয়েকবার সংশ্লিষ্ট বিভাগের কাছে মূল্যবান প্রস্তাবও পেশ করেছেন । তার উদ্যোগে ইউরোপ-আমেরিকা ছাত্র সমিতি বিশেষভাবে সরকারের কাছে প্রস্তাব দাখিল করায়"২০০৫ কমিটি"প্রতিষ্ঠা করেছে । ওয়াং হুইইয়াও বলেন, "২০০৫ কমিটি"ইউরোপ-আমেরিকা ছাত্র বাণিজ্য সমিতির উচ্চ পর্যায়ের বিশেষ করে প্রস্তাব দিতে আগ্রহী এমন লোকদের নিয়ে গঠিত । অর্থ বিনিয়োগকারী ব্যাংকে,আন্তর্দেশীয় কোম্পানিতে অথবা নিজের কোম্পানিতে তাদের নিজের অভিজ্ঞতা রয়েছে । তারাই এ নতুন শ্রেণীর পক্ষ থেকে সরকারের কাছে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠায় তাদের সমস্যা ব্যক্ত করবেন ।

এখন ওয়াং হুইইয়াও বেশি সময় নিয়ে সামাজিক কর্ম-তত্পরতা এবং বই লেখার কাজ করছেন । তাছাড়া তিনি অতিথি অধ্যাপক হিসেবে পেইচিং বিশ্ববিদ্যালয়সহ চীনের ৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন । নিজের ২০ বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে তরুণতরুণীরা বাঁকা পথ এড়িয়ে যেতে পারেন এবং শিগগিরই দক্ষ মানুষ হয়ে উঠবেন বলে তিনি আশা করেন।

নিজের অতিক্রম করা পথ স্মরণ করে ওয়াং হুইইয়াও বলেন , তার প্রতিটি পদক্ষেপ চীনা সমাজের ক্রমাগত উন্মুক্তকরণের সঙ্গে জড়িত । তিনি প্রায়ই তরুণতরুণীদের বলতেন, মাতৃভূমি ও বিশ্বের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে সমন্বয় করতে হবে । রাষ্ট্র ও বিশ্বের উন্নয়ন প্রবাহের সঙ্গে ব্যক্তিগত উন্নয়নকে সমন্বয় করতে হবে । এমটি করলেই কেবল ব্যক্তিগত উন্নয়ন আরও দ্রুত হওয়া সম্ভব ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China