v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নিজের জায়গায় নিজেই দায়িত্ব পালন করি
2009-04-07 20:35:16

ইয়াং মিয়াও চলে গেছে । চারজনের মধ্যে একমাত্র ছেলে চলে গেছে । বাকি তিনজন মেয়ে কী করবে ? যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা সম্পন্ন করতেই হবে । তারা স্থির করলেন । নতুন কাজ পেলেও ইয়াং মিয়াওয়ের মন অফিসে রইল ।

দিনের কাজ শেষে ইয়াং মিয়াও তাদের অফিসে ফিরে এসে নিজের উপার্জিত টাকাপয়সা তিন মেয়ের হাতে দেন । তিনি বলেন, সংকট কাটিয়ে ওঠার অনেক উপায় আছে । যেমন ধার করা,পরিবারের টাকা বা ঋণ নেয়া । কিন্তু আমরা নিজের শক্তির ওপর নির্ভর করতে চাই ।

চারজন তরুণতরুণী পরস্পরের সহযোগিতায় শুধু সংকট কাটিয়ে উঠতে পেরেছেন তা নয় এর মধ্যে নতুন সুযোগও পেয়েছেন । অধিক থেকে অধিকতর পাত্রপাত্রী "তুচি হুপো"র সেবা বেছে নিচ্ছে । এর পর চারজন তরুণতরুণী আবার ব্যস্ত হয়ে উঠেন । ফানফান বলেন,শনিবার ও রবিবার সবচেয়ে ব্যস্ত । সকাল ৯ টা থেকে রাত ৮টা পযন্ত পাত্রপাত্রীরা আসা যাওয়া করেন ।

মেই চি বলেন,এক দিন আমি মধ্য রাত ৩টায় ঘুম থেকে উঠেছি । আমার খুব ঘুম লাগে । আরে কি সুন্দর ! কন্যার আত্মীয় স্বজন এবং বন্ধুদের প্রশংসার কথা শুনে আমি খুব খুশি । যদিও আমার কৌশলের মান প্রশংসিত হয়নি তবু তারা আমার সাজানো কন্যার প্রশংসা করেছেন । এতেও আমি সন্তুষ্ট ।

নিজেদের কাজ সম্পর্কে চারজন তরুণতরুণী আস্থাবান । তারা বিশ্বাস করেন, তাদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে তাদের কাজ অবশ্যই দিনদিন উজ্জ্বল হবে । ইয়াং মিয়াও ও তার সাথিরা কর্মসংস্থানের অসুবিধারত ছাত্রছাত্রীদের স্বনির্ভরশীল হওয়ার জন্য উত্সাহ দেন ।

ইয়াং মিয়াও মনে করেন ,বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিল্পপ্রতিষ্ঠা ধাপেধাপে চীনে প্রধান প্রবাহে পরিণত হবে । দুজন পাত্রপাত্রী"তুচি হুপো"অফিসে এসেছেন । তারা আগামী মাসে বিয়ে করবেন । চারজন তরুণতরুণী আবার ব্যস্ততার মধ্যে কাজ শুরু করবেন ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China