v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নিউ ওরিয়েন্ট্যাল গ্রুপ ও তার প্রতিষ্ঠাতা ইউ মিন হোং'র গল্প
2009-03-23 16:36:48

১৯৯৩ সালে নিউ ওরিয়েন্ট্যাল প্রশিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তখন শুধু একজন শিক্ষক এবং একটি ক্লাস রুম ছিল। এতো ছোট বিদ্যালয় থেকে এটি একটি বিখ্যাত সংস্থায় উন্নতি লাভ করেছে। এটি তার প্রতিষ্ঠাতার সিদ্ধান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। তিনি বলেছেন, (৩)

প্রথমতঃ আমি শুধু দুটি প্রকল্পের ওপর গুরুত্ব দেই। এটি হল টোফল ও জিআরই পরীক্ষা। এ দুটি প্রকল্প হচ্ছে চীনা ছাত্র-ছাত্রীদের বিদেশে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা। আমি এ দুটি প্রকল্পের ওপর চীনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণ বিদ্যালয়ে পরিণত হবার ব্যাপারে যথাসাধ্য চেষ্টার সিদ্ধান্ত নেই।

আরো বেশি ছাত্র-ছাত্রীর দৃষ্টি আকর্ষণ এবং নিউ ওরিয়েন্ট্যালের আরো দ্রুত উন্নয়ন এবং বিদেশে লেখাপড়ার খরচ খুব দ্রুত পাওয়ার জন্য ইউ মিন হোং পেইচিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের অভিজ্ঞতা শেখার পাশাপাশি বারবার নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করেছেন।

ঐতিহ্যিক বিদ্যালয়ের চেয়ে নিউ ওরিয়েন্ট্যালে হাস্যরসাত্মক,নমনীয় ও ফলপ্রসু শিক্ষাদানের উপায় রয়েছে। এখানকার শিক্ষকের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। প্রশিক্ষণের কোর্স শেষে প্রতিটি ছাত্র-ছাত্রী শিক্ষকের শিক্ষাদানের মানের মূল্যায়ন করে। লি চুন নিউ ওরিয়েন্ট্যালের একজন শিক্ষক। তিনি বলেছেন, যদিও এতে চাপ রয়েছে। তবে এটিও শিক্ষকের শিক্ষাদানের মান উন্নয়নের চালিকাশক্তি। তিনি বলেছেন, (৫)

অন্য বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ পাঠসূচী অনুযায়ী শিক্ষা দেন। তবে আমাদের কোর্সের একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন উপায়ের মাধ্যমে শিক্ষাদানের বিষয়বস্তু সম্প্রসারণ করি। এর পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাই খুব খুশি।

২০০৫ সালে নিউ ওরিয়েন্ট্যাল আন্তর্জাতিক ক্ষেত্রের আর্থিক সুবিধা লাভের তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে। তালিকাভুক্ত হবার পর নিউ ওরিয়েন্ট্যালের পরিচালনা আরো নিয়মমাফিক হয়েছে। এ সংস্থার বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তবে নিউ ওরিয়েন্ট্যালের মর্মের পরিবর্তিত হয় নি। নিউ ওরিয়েন্ট্যালের প্রতিষ্ঠাতা বলেছেন, (৫)

অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ নয়। শিক্ষাদানের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষাদানের মান একসঙ্গে বজায় রাখার চেষ্টা খুব কঠিন।

বর্তমানে নিউ ওরিয়েন্ট্যাল স্থিতিশীল তার সঙ্গে উন্নত হচ্ছে। নিউ ওরিয়েন্ট্যালের উন্নয়নের কারণ বলার সময় ইউ মিন হোং একটি মনোভাব বারবার ব্যক্ত করেছেন। এটি হচ্ছে প্রাণপণে আশা খুঁজে বের করা। ছাত্র-ছাত্রীরাও শিক্ষকের কোর্স থেকে এ মনোভাব উপলব্ধি করে।

রাজধানী শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওয়াং মেই চিন বলেছেন, (৬)

আমি নিউ ওরিয়েন্ট্যালের কোর্স থেকে উত্সাহ পেয়েছি। এখানে আপনারাও আপনাদের সামর্থ্যকে বাড়িয়ে নিতে পারেন।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China