v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নিউ ওরিয়েন্ট্যাল গ্রুপ ও তার প্রতিষ্ঠাতা ইউ মিন হোং'র গল্প
2009-03-23 16:36:48
সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে চীনের বিভিন্ন ক্ষেত্রে বহু পরিবর্তন হয়েছে। ১৯৮৩ সালে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি প্রণয়নকারী তেং সিয়াও পিং শিক্ষা উন্নয়নের কৌশল উত্থাপন করেন। এ কৌশল হচ্ছে শিক্ষার আধুনিকায়ন, বিশ্বায়ন ও ভবিষ্যতের উন্নয়নকে ত্বরান্বিত করা। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর চীনের প্রথম বেসরকারী শিক্ষা সংস্থা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শেয়ার বিনিময় কেন্দ্রে সাফল্যের সঙ্গে নিজেদের তালিকাভুক্ত করেছে এবং চীনের বেসরকারী শিক্ষা উন্নয়নের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। এ সংস্থা হল নিউ ওরিয়েন্ট্যাল শিক্ষা গ্রুপ। আজকের অনুষ্ঠানে নিউ ওরিয়েন্ট্যাল গ্রুপ ও তার প্রতিষ্ঠাতা ইউ মিন হোং'র কথা আপনাদের বলবো।(১)

জোং কুয়ান সুন পেইচিংয়ের একটি ব্যস্ততম এলাকা। এখানে আসলেই একটি বিশেষ ভবন জনগণের দৃষ্টি আকর্ষণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডার বহু বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ চীনা ছাত্র-ছাত্রী এখানে শিক্ষা গ্রহণ করেছে। বর্তমানে প্রতি বছর এ সংস্থার ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সাল পর্যন্ত নিউ ওরিয়েন্ট্যাল শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০ লাখ। বর্তমানে নিউ ওরিয়েন্ট্যাল প্রায় এক শো কোর্সের ব্যবস্থা করেছে। যেমন আইইএলটিএস, টোফল, জিআরই এবং চীনের অভ্যন্তরীণ ইংরেজী ভাষার কিছু পরীক্ষার প্রশিক্ষণ। ইংরেজী ছাড়া নিউ ওরিয়েন্ট্যাল জাপানী ভাষা, কোরিয় ভাষা , জার্মান ও ফরাসী ভাষাসহ অন্যান্য বিদেশী ভাষার কোর্সের ব্যবস্থা করেছে।

নিউ ওরিয়েন্ট্যাল সাফল্যের সঙ্গে উন্নয়নের পাশাপাশি তাঁর প্রতিষ্ঠাতা ইউ মিন হোংও বিখ্যাত হয়েছে। আগে তিনি গ্রামের একজন ছাত্র ছিলেন। পেইচিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক হবার পর তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকে পরিণত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ত্যাগের পর তিনি কর্মজীবনের সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি দশ কোটি ইউয়ানেরও বেশি অর্থের মালিক হয়েছেন এবং যথেই সুনাম অর্জন করেছেন। তবে তিনিও শিক্ষকতা পছন্দ করেন। তিনি বলেছেন, (২)

বেশির ভাগ লোক আমাকে শিক্ষক ইউ বলেন। আমি ছাত্র-ছাত্রীদের খুব পছন্দ করি। সুতরাং পেইচিং বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমি একজন শিক্ষকে পরিণত হওয়া এবং সারাজীবন চাকরি সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি একটি শিক্ষা সংস্থা গড়ে তুলেছি, তবে আমি আসলে একজন শিক্ষক।

পেইচিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের কয়েক বছর পর ইউ মিন হোং বিদেশে লেখাপড়া করতে চেয়েছিলেন। তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করে বাইরের চাকরির সুযোগ পেয়েছিলেন। অন্যের মত একটি স্কুল গড়ে তোলার অভিজ্ঞতা শেখার পাশাপাশি তিনি একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China