v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
রাবার বাগানে তাই জাতির বিয়ের অনুষ্ঠান
2009-03-10 20:45:02

এ দিন চিন সুই হো গ্রামের ফুং মিং ও ওয়াং কুই ফাংয়ের বিয়ের দিন । সংবাদদাতা আমন্ত্রিত হয়ে তাই জাতির বৈশিষ্ট্যসম্পন্ন এ বিয়ের অনুষ্ঠানে অংশ নেন । আতশবাজির আওয়াজ এবং অতিথিদের হৈচৈ আনন্দময়তার মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয় । বধূ লাবণ্যময়ী । বরের পথনির্দেশনায় তিনি বরের বাড়িতে প্রবেশ করলেন । তিনি অন্য বধূদের মতো বিশেষ লাল ও নিছক সাদা রঙের লম্বা পোষাক পরেন নি । বরং তাই জাতির মেয়েদের ঐতিহ্যবাহী কালো রঙের লম্বা স্কার্ট পরলেন । বধূর চুল ও পোষাক নানা রকম তাই জাতির বৈশিষ্ট্যসম্পন্ন অলংকারে সাজানো । দেখতে মনোরম ও পরিপাটি । বর পাশ্চাত্য স্টাইলের পোষাক পরেন । এতে তার তেজদীপ্ততা দেখা যায় । তাদের পোষাকের বৈশিষ্ট্যে চীনের ঐতিহ্যের পাশাপাশি পাশ্চাত্যের ডিজাইনও তুলে ধরা হয়েছে ।

বিয়ের অনুষ্ঠান তাই জাতির ঐতিহ্য অনুযায়ী আয়োজন করা হয় । যারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তাদের মধ্যে অনেকেই আত্মীয় স্বজন , বন্ধু বান্ধব ও একই গ্রামের অধিবাসীরা ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China