v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েনচৌ অর্থনীতির উন্নয়ন পদ্ধতির রূপান্তর প্রক্রিয়া
2009-02-23 21:28:26

     সংস্কার ও উন্মুক্তকরণের প্রথম দিকে চীন অনেক ক্ষেত্রে বিদেশ থেকে নানা তত্ত্ব আমদানি করেছে। 'অর্থ আকর্ষণ করা' হলো এ পর্যায়ের সবচেয়ে প্রধান পদ্ধতি। বাস্তব অনুশীলন প্রমাণ করেছে যে, এ পদ্ধতি সাফল্যমন্ডিত হয়েছে। এর ভিত্তিতে তিনি 'প্রযুক্তি ও বুদ্ধি আমদানি করার' উপায় জোরালো ভাষায় উল্লেখ করেছেন। প্রযুক্তি, পরিচালনা ও ব্র্যান্ড স্থাপনের ক্ষেত্রে বিদেশ থেকে উন্নত মানের তত্ত্ব আমদানি করা হচ্ছে ওয়েনচৌ-এর বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান তথা চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের সুবিধাজনক উপায়।

     এ প্রসঙ্গে লিন কুয়াং বলেন, 'কারণ বাজার উন্নয়নের সীমাবদ্ধতা আছে। এখন বাজারে সব পণ্যের ব্র্যান্ড স্থাপিত হয়েছে। এক নতুন নামকরা ট্রেড মার্ক বা প্রযুক্তি সৃষ্টি করা খুবই কঠিন। বাজার একটি থিয়েটারের মতো। এখন এ থিয়েটারে লোকজন ভরা। এখান থেকে একটি আসন বাইরে বের করা খুবই কঠিন। ফলে সবচেয়ে ভালো উপায় হলো যারা আগে থেকে এখানে বসে আছেন, তুমি তাদের সঙ্গে কোন রকম সহযোগিতা করো। আস্তে আস্তে তুমিও এখানে প্রবেশ করতে পারবে।'

      লিন কুয়াং উপলব্ধি করেছেন, সহযোগিতার অর্থ প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন ও নিজের ব্র্যান্ড পরিহার করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক পরিপূরকতা ও সকলের কল্যাণ অর্জন করা, প্রযুক্তির নবায়নের গতি দ্রুততর করার ভিত্তিতে নিজের ব্র্যান্ডের ভাবমূর্তি ও বাজারের মর্যাদা বৃদ্ধি করা।

    চীন সরকারের জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানো কাজের ওপর গুরুত্ব দেয়ার নীতি লিন কুয়াং-এর ব্রত উন্নয়নে সহায়তা দিয়েছে। লিন কুয়াং বলেন, 'আমি প্রথমে পেইচিংয়ে প্রবাসী চীনা ফেডারেশন ও যুক্ত ফ্রন্ট বিষয়ক দফতরে গিয়েছি। আমি তাদেরকে বলেছি, চীনের জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর কাজের জন্য আমি নিজের প্রযুক্তি তাদেরকে দিতে চাই। তারা আমাকে সংশ্লিষ্ট বিভাগে যাওয়ার প্রস্তাব দেন। তারপর আমি স্থানীয় পূর্ত বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করি। আলোচনার পর তারা বুঝতে পেরেছেন, আমাদের প্রযুক্তি ভালো এবং কাজে লাগে।'

     তত্ত্ব ভিত্তিকে আরো মজবুত করার জন্য লিন কুয়াং এখনো ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি বলেন, 'লেখাপড়ার সময় আমি অনেক নতুন ধারণা পাই। আমি উপলব্ধি করেছি, বহির্বিশ্ব না দেখে সবসময় মনে করি, নিজের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন হলো নিজের আবিষ্কার বা নিজের সৃষ্টির সাফল্য। কিন্তু ঐতিহাসিক উন্নয়নের নদীতে দৃষ্টি রেখে বুঝা যায়, অনেক অভিজ্ঞতা বহু আগে থেকেই অন্য লোক অর্জন করেছেন। যদি তুমি লেখাপড়ার মাধ্যমে তা শিখে ফেলো, তাহলে অনেক সময় এ শক্তি সাশ্রয় হবে। এটা হলো উন্নয়নের সঠিক পথ।'

    শিল্প ক্ষেত্রে সাফল্য অর্জনের পর ওয়েনচৌ-এর ব্যবসায়ীরা তাদের দৃষ্টি আবার অর্থ বাজারের দিকে দিয়েছেন। কারণ ওয়েনচৌতে চীনের অন্যান্য শহরের তুলনায় বিপুল পরিমাণ বেসরকারী মূলধন আছে। লিন কুয়াং বলেন, 'ওয়েনচৌতে অনেক বেসরকারী উদ্বৃত্ত মূলধন আছে। আমরা যদি বৈধভাবে এ অর্থগুলো সংগ্রহ করি, তারপর এ অর্থগুলো ওয়েনচৌ-এর শিল্পপ্রতিষ্ঠানগুলোর রূপান্তর ও উন্নয়নের জন্য ব্যবহার করি। তাহলে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নে সহায়তা হবে।'

    লিন কুয়াং-এর 'ব্যক্তিগত শেয়ার অধিকার তহবিল' পরিকল্পনা ওয়েনচৌ-এর বেসরকারী শিল্পপতিদের মুগ্ধ করেছে। চেনচিয়াং প্রদেশের ওয়েনচৌ পৌর সরকার সরকারী পর্যায়ে একটি 'ব্যক্তিগত শেয়ার অধিকার তহবিল' স্থাপনের পরিকল্পনাও করছে।

    চীনের চেনচিয়াং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ইনস্টিটিউটের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শি চিন ছুয়ান এক সাক্ষাত্কারে বলেছেন, প্রবাসী চীনাদের বিনিয়োগকৃত অর্থের শিল্পপ্রতিষ্ঠানগুলো ওয়েনচৌ-এর বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের গোটা উন্নয়নের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China