v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ই উ শহরে তুরস্কের ব্যবসায়ী সেয়লানের জীবন
2009-01-30 17:18:30

    ই উকে 'বিরাট সুপার মার্কেট' বলা যায়। ৪০ লাখ বর্গমিটার বাণিজ্যিক এলাকায় মোট ৬২ হাজারটি দোকানপাট আছে। এ দোকানগুলো ৪০ হাজারেরও বেশি ধরণের পণ্য বিক্রি করে। প্রতিদিন এ দোকানগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ২ লাখেরও বেশি লোককে আকর্ষণ করে। এ ব্যবসায়ীদের সবচেয়ে বেশি কেনা পণ্য কী কী? সেয়লান এ বাজারের অবস্থা ভালো জানেন। তিনি বলেছেন, 'ই উ-এর সবচেয়ে উন্নত শিল্প হচ্ছে মুক্তার অলংকার। ই উ আর কুয়াংচৌ হচ্ছে চীনের দুটি বৃহত্তম মুক্তার অলংকার বন্টন কেন্দ্র। কিন্তু আসলে কুয়াংচৌয়ের অনেক পণ্য ই উ থেকে আসা। কোন কোন অলংকার ই উ-এর কারখানায় উত্পাদিত হয়েছে। কোন কোন অলংকার ই উ-এর ব্র্যান্ড ব্যবহার করে। বলা যায়, ই উ-এর অলংকার চীনের বাজার দখল করেছে। তা ছাড়া ই উ-এর মনিহর, বস্ত্রজাত পণ্য, খেলনা ও শিল্পকলা উপহারসহ নানা পণ্যের প্রবল প্রতিদ্বন্দ্বি শক্তি আছে।'

    পরিসংখ্যান অনুযায়ী, ১০ হাজারেরও বেশি বিদেশী নাগরিক ই উতে থাকেন। কাজের কারণে তাঁরা দীর্ঘ দিন ধরে ই উতে রয়েছেন এবং সেখানে তাঁরা বাড়ি স্থাপন করেছেন। সেয়লানও একই পরিকল্পনা করেছেন। কাজের মধ্য দিয়ে তার সঙ্গে একজন চীনা বান্ধবীর পরিচয় হয়েছে। চীনে থাকতে থাকতে সেয়লানের জীবন পদ্ধতি প্রায় স্থানীয় লোকের মতো হয়ে গেছে। কিন্তু বাসায় ফিরে গিয়ে তিনি তুরস্কের কিছু ঐতিহ্যিক জীবন পদ্ধতি উপভোগ করেন। তিনি কখনো ভুলেন নি যে, তিনি একজন তুরস্কের মানুষ। তিনি বলেন, 'আমার বাড়িতে কম্পিউটারের মাধ্যমে টেলিভিশন আর ইন্টারনেটের সঙ্গে সংযোগ রয়েছে। মাঝে মাঝে আমরা একসাথে টেলিভিশন অনুষ্ঠান দেখি। আমাদের পছন্দের টিভি নাটক ডাউনলোড করে ইচ্ছেমত দেখি। রাতে আমরা তুরস্কীর মতই সময় কাটাই।'

    সেয়লান ভবিষ্যতে ই উ শহরে বসবাসের পরিকল্পনা করেছেন। একবার তাঁর মা ই উতে এসে ছয় মাস থেকে গেছেন। তখন তাঁর কাছে এ স্থান আপন হয়ে উঠে। একসাথে কোম্পানি পরিচালনার জন্য সেয়লান সিঙ্গাপুরে কর্মরত তাঁর ছোট ভাইকে ই উ আসতে রাজি করাচ্ছেন।

    ই উ'তে বিদেশী আর চীনার মধ্যে বিয়ে এখন খুব স্বাভাবিক ব্যাপার। সেয়লান লক্ষ্য করেছেন, দম্পতি যে কোন দেশের নাগরিকই হোক না কেন, অবশেষে তাঁরা ই উ'তে চীনাদের প্রথা অনুযায়ী জীবনযাপন করেন। একটি মজার বিষয় হলো বিদেশী আর চীনার মধ্যে বিয়ে হওয়ার পর তার বাইরে স্থানীয় লোকের মতো চলাফেরা করেন, কিন্তু বাড়িতে ফিরে এসে নিজস্ব এক বৈশিষ্টময় সমাজ গড়ে তোলেন। বহুজাতিক বিয়ে সম্বন্ধে সেয়লান বলেন, 'যদি বিনিময়ের ক্ষেত্রে সমস্যা না থাকে, তাহলে অনেক সমস্যার সমাধান করা যায়। সবচেয়ে বড় সমস্যা হতে পারে, তা হচ্ছে খাবারের অভ্যাস। তবে চীন ও তুরস্কের খাবার এবং সাধারণ জীবনযাত্রার অনেক মিল আছে। ফলে আমরা তুরস্কীরা খুব দ্রুত স্থানীয় সমাজের সঙ্গে মিশতে পারি।' (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China