v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ই উ শহরে তুরস্কের ব্যবসায়ী সেয়লানের জীবন
2009-01-30 17:18:30

    সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরে চীনের চেচিয়াং প্রদেশের ই উ শহর ব্যস্ততম বাণিজ্যিক তত্পরতার সাহায্যে আকাশ পাতাল পরিবর্তন ঘটিয়েছে। শহরের বাইরে থেকে আসা বিপুল পরিমাণ মানুষদের আগমনই হলো ই উ শহরের সর্বাধিক পরিবর্তনের অন্যতম কারণ।

    যারা বাইরে থেকে ই উ শহরে এসেছেন, তাদেরকে 'নতুন ই উ বাসী' বলে ডাকা হয়। ই উ এর নিজস্ব জনসংখ্যা প্রায় ৮ লাখ। কিন্তু তালিকাভুক্ত নতুন ই উ বাসীদের সংখ্যা দশ লাখেরও বেশি। এর মধ্যে চীনা নাগরিক ছাড়া, বিদেশীর সংখ্যাও কম নয়। ই উ'র উত্পাদিত পণ্য মধ্য প্রাচ্য ও পশ্চিম এশিয়াসহ নানা অঞ্চলে বিক্রি হয়, ফলে ই উ'তে বসবাসকারী বিদেশীদের মধ্যে অনেকেই মুসলিম দেশ থেকে এসেছেন। ই উ'তে তাঁদের জীবনযান ও কাজকর্মের অবস্থা জানার জন্য আমাদের সংবাদদাতা বিশেষ করে জুমা বারে ই উ'র বৃহত্তম মসজিদে যান। মসজিদের গেটের সামনে সবেমাত্র নামাজ শেষ করেছেন একজন তুরস্কী সেয়লান বাকির। তিনি তার সঙ্গে কথা বলেন।

    সেয়লান তুরস্কের ইস্তানবুল থেকে এসেছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর থেকে তিনি বৈদেশিক বাণিজ্যের ওপর কাজ করেন। ২০০১ সালে তুরস্কের একটি বাণিজ্যিক কোম্পানি সেয়লানকে প্রতিনিধি হিসেবে হংকংয়ে পাঠিয়েছে। তখন থেকে গত চার বছরে সেয়লান চীনের মূলভূভাগের অনেক জায়গায় গিয়েছেন। এর মধ্যে ই উ শহরে তিনি সবচেয়ে বেশি এসেছিলেন। ই উ'র বিনিয়োগের পরিবেশ ও উন্নয়নের অবস্থা দেখে তিন বছর আগে সেয়লান ই উ শহরে নিজের কোম্পানি খুলেছেন।

    সেয়লানের কোম্পানি প্রধানতঃ বাণিজ্যিক পরামর্শ দিয়ে সেবা করে থাকে। প্রতিদিন সেয়লান ক্রেতাদের নিয়ে ই উ বাজারে পণ্য বাছাই করতে যান এবং উভয়কে কেনা ও বেচার চুক্তি স্বাক্ষরে সাহায্য করেন। তা ছাড়া তাঁর কোম্পানি পণ্য মজুদ, পরিবহন ও শুল্ক ঘোষণা করাসহ নানা ধরণের কাজ করে। সেয়লান বলেছেন, 'আমরা বাণিজ্যিক কর্মসূচির ব্যবস্থা করি। প্রথমে পণ্য ক্রয় করে আমাদের নিজেদের গুদামে রাখি এবং গুণগত মান সম্পন্ন কি না তা পরীক্ষা-নিরীক্ষা করি। উত্কৃষ্ট পণ্য যথাসময়ে ক্রেতার নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেই।'

    এখন ই উ শহরে প্রায় ২০০টি কোম্পানি এ ধরনের বাণিজ্যিক সেবা করছে। এটা একটি বন্টন কেন্দ্র হিসেবে সকল পণ্য ই উ'র বাজারে সরবরাহ করে থাকি। এভাবে বেচা-কেনার জন্য ব্যয় ও সময় অনেক সাশ্রয় হয়। সেয়লান বলেছেন, 'ই উ শহরে আপনি প্রয়োজনীয় সকল পণ্য খুঁজে পাবেন। গত মাসে আমার একজন ক্রেতা এসেছেন। এক দিনের মধ্যে আমরা ৫০০টি দোকান ঘুরেছি। আগে কুয়াংচৌ শহরে তিন দিনে কেবল মাত্র দুটি কারখানা পরিদর্শন করা যেতো। কষ্ট করা হলেও আমরা চারটি কারখানা পরিদর্শন করি, তবু দুটি কারখানার সঙ্গে আমাদের চাওয়া পণ্যের সম্পর্ক নেই। অন্য দুটি কারখানার পণ্য দাম বা গুণগত মানের কারণে আমার পছন্দ হয় নি। অবশেষে কোনটা কাজে হয় নি।'

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China