v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
কমিউনিটির বিদেশী সদস্য
2009-01-06 20:38:02

তিনি বলেন,আমরা চীনে এসেছি, তাই আমাদেরকে এই দেশের রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে মিশে থাকতে হবে । আমরা আমাদের ভাল জিনিস এদেশে নিয়ে চীনের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করব । বিশেষ করে খুঁটিনাটি বিষয়ের পরিবর্তন করার চেষ্টা চালাব ।

অধিবাসী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার সঙ্গেসঙ্গে সাতো তোমোইয়োকি নিজের দায়িত্ব পালন শুরু করেন । তিনি তার একটি প্রস্তাব পরিচালক লির হাতে দিলেন । ধরা যাক, বিদেশী অধিবাসীদের বাসায় গিয়ে লোকসংখ্যা তালিকাভূক্ত করার বিষয়টি বিদেশীদের মধ্যে বেশ ঝামেলা সৃষ্টি করে । অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অধিবাসীদের লোকসংখ্যা তালিকাভূক্ত করা একটি ভাল পদক্ষেপ । তবে চীনে আসা মাত্র বিদেশী পরিবারের কাছে এটা সহজে গ্রহণযোগ্য নয় । বিদেশীরা মনে করবেন,এটা তাদের গোপনীয়তাকে লংঘন করছে । এভাবে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় । সাতো তোমোইয়ুকি একই ধরণের আনুষ্ঠানিক কার্ড বা পরিচয় পত্র নিয়ে অধিবাসীদের বাসায় যাওযার প্রস্তাব উত্থাপন করেন । এটা চীনা মানুষ হোক বা বিদেশী মানুষ হোক সবাই গ্রহণ করতে পারেন ।

এরপর বিদেশের কমিউনিটির কিছু ভাল পদ্ধতিও ক্যলিন কমিউনিটিতে আনা হল । যেমন ,কমিউনিটির সবাইকে কিছু জানানোর দরকার হলে যদি শুধু কমিউনিটির গেটে বিজ্ঞপ্তি লাগানো হয় তাহলে যাতায়াতকারী গাড়ি সহজে তা দেখতে পারবে না । সুতরাং তিনি আরেকটি প্রস্তাব পেশ করেন । তিনি বলেন, আমাদের জাপানে এধরণের পদ্ধতি ব্যবহার করা হয় । একটি পরিবার বিজ্ঞপ্তির মর্মবস্তু জানার পর বিজ্ঞপ্তিতে স্বাক্ষর দেন । এর অর্থ হল এই যে , আমি এই খবর জেনেছি । তার পর এই পরিবার বিজ্ঞপ্তিকে তার প্রতিবেশীর কাছে হস্তান্তর করেন । এমন করলে দু-এক দিনের মধ্যেই সব অধিবাসী ব্যাপারটা জেনে ফেলবেন ।

সাতো তোমোইয়ুকি তাদের শিল্পপ্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তা । প্রতিদিন তিনি প্রায় দশ-বারো ঘন্টা কাজ করেন । তিনি ব্যস্ততার অবকাশে কমিউনিটির উন্নয়নের ব্যাপারে চিন্তাভাবনা করেন । কমিউনিটিতে গাড়ি পার্কিংয়ের অবস্থা এলোমেলো । এর পরিপ্রেক্ষিতে সাতো তোমোইয়ুকি যততাড়াতাড়ি সম্ভব গাড়ি পার্কিং ব্যবস্থা নেয়ার প্রস্তাব পেশ করেন । তিনি কমিউনিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং সমাধান পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করেন । তিনি বলেন,কমিউনিটির একজন সদস্য হিসেবে তিনি নিজের কাজের মাধ্যমে সবার জীবনযাপনের মান উন্নত করার চেষ্টা করেন । এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । তিনি বলেন,এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্পর্য হল, বিভিন্নদেশের অভিজ্ঞতা এই কমি্উনিটিতে আমদানি করা । কমিউনিটি সম্পর্কে বিদেশের অভিজ্ঞতাকে কমিউনিটিতে প্রয়োগ করার মাধ্যমে এবং এর ওপর নানা পরীক্ষা নিরিক্ষা চালিয়ে চীনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এমন একটি পদ্ধতি খুঁজে বের করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China