v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
কমিউনিটির বিদেশী সদস্য
2009-01-06 20:38:02

উত্তর পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের তালিয়েন শহর একটি সুন্দর উপকূলীয় শহর । তার আকর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের লোক এখানে কাজ বা বসবাস করতে আসেন । সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকসংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে ।যাতে তাদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় এবং তাদের জন্য আরও উন্নত মানের সেবা করা যায় গেল বছরে তালিয়েন শহরের উন্নয়ন এলাকার কমিউনিটির নির্বাচনে কমিউনিটির পরিসেবা সংস্থার অধিবাসী কমিটির সদস্য হিসেবে কয়েকজন বিদেশী নির্বাচিত হন ।জাপানী সাতো তোমোইয়োকি তাদের মধ্যে একজন । কিছু দিন আগে তিনি উন্নয়ন এলাকার ক্যলিন কমিউনিটির অধিবাসী কমিটিতে গিয়ে নিজের দায়িত্ব গ্রহণ করেন । অপরিচিত জায়গা এবং অপরিচিত মানুষের মধ্যে তারা নিজেদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ?

৩০ বছর বয়সী সাতো তোমোইয়োকি এক বছর আগে তালিয়েন উন্নয়ন এলাকায় কাজ শুরু করেন । অফিসে যাওয়ার সুবিধার জন্য তিনি অফিসের নিকটবর্তী ক্যলিন থানার কমিউনিটিতে বাড়ি ভাড়া নিয়েছেন । তিনি ভাবতে পারেন নি ,একদিন তিনি এই কমিউনিটির অধিবাসী কমিটির একজন সদস্য হতে পারবেন ।এক দিন রাতে এক আলোচনা সভায় অধিবাসী কমিটির সদস্য হিসেবে তিনি সবার সঙ্গে দেখা করেছেন ।

আমার নাম সাতো তোমোইয়োকি ,জাপান থেকে আমি এসেছি । এখন আমি উন্নয়ন এলাকায় কাজ করি । ব্যস্ততার কারণে আমি সবসময় কমিউনিটিতে কাজ করতে পারি না বটে । তবে আমি যথাসাধ্য চেষ্টা করে সবার সেবা করব । কোনো সমস্যা থাকলে বা প্রয়োজন হলে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন । সবাইকে ধন্যবাদ ।

তার অকৃত্রিম কথা সবার আন্তরিক করতালিতে মুখরিত হয় । চীনা বংশধর মার্কিনী মিঃ সেং একই সঙ্গে প্রেরণার কথা বলে নিজের সমর্থন ব্যক্ত করেন । সাতো তোমোইয়োকি,পরবর্তীকালে খুব সম্ভব আপনাকে বিরক্ত করব । কারণ আপনি এখানকার সকল বিদেশীর নেতা । তিনি ভালই চীনা ভাষা বলেন । একজন জাপানী হিসেবে তিনি অত্যন্ত আন্তরিক মানুষ । তিনি আমাদের মধ্যে সেতুর ভূমিকা পালন করেন ।

ক্যলিন থানা কমিউনিটিতে ১০ হাজারেরও বেশি অধিবাসী বসবাস করেন । তাদের মধ্যে ১৩০ বিদেশী আছেন । তারা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানী, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ভারতসহ দশ-বারোটি দেশ থেকে এসেছেন । তাদের জীবনযাপনের স্টাইল এবং রীতিনীতি ভিন্ন ছাড়াও ভাষাও ভিন্ন । কীভাবে তাদের সঙ্গে মত বিনিময় করা যায় এবং কীভাবে কার্যকরভাবে পরিচালনা ও পরিসেবা দান করা যায়?এই সমস্যা নিয়ে অধিবাসী কমিটির পরিচালক লি হোংথাও অনেক চিন্তাভাবনা করেন । অবশেষে অধিবাসী কমিটিতে বিদেশী সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয় । এ সম্পর্কে তিনি বলেন,প্রথমে আমি তাদের মধ্যে একটি কার্ড বিতরণ করি । কার্ডটি চারটি ভাষায় লেখা । কিন্তু আমার মনে হয় ,কার্ডটিতে আন্তরিকতার অভাব রয়েছে । সুতরাং আমরা একজন প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে মতবিনিময় করার কথা ভাবতে শুরু করি ।

যিনি মাঝেমাঝে কমিউনিটিতে এসে প্রস্তাব পেশ করেন এবং চমত্কারভাবে চীনা ভাষা বলতে পারেন সেই জাপানী সাতো তোমোইয়ুকিকে আমরা এমন একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে বেছে নিয়েছি । অধিবাসী কমিটির মনোভাব জানার পর আন্তরিক সাতো তোমোইয়ুকি দ্বিধাহীনভাবে রাজী হয়েছেন ।সাতো তোমোইয়ুকি অনুভব করেন যে, অপরিচিত বিদেশ বিভুইয়ে সরাসরি নিজের কমিউনিটিতে পরিচালনা ও পরিসেবার কাজে অংশ নিতে পারা তার ওপর কমিউনিটির অধিবাসীদের আস্থার প্রতীক ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China