v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নিজের পথে এগিয়ে যাওয়া
2009-01-05 21:06:35

    বিশ্বের অনেক দেশই সংস্কার করছে। কিন্তু চীনের সংস্কার কেন সফল? এর অনেক কারণ আছে। এর প্রধান কারণ হচ্ছে চীন নিজের উপযুক্ত ও বৈশিষ্টপূর্ণ পথ খুঁজে পেয়েছে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছর পূর্তি স্মরণ সভায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, '৩০ বছরের ঐতিহাসিক অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, মার্কসবাদীর মৌলিক তত্ত্ব আর চীনের নির্দিষ্ট বাস্তবতার সঙ্গে মিল রেখে নিজের পথ অনুসরণ করে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র গড়ে তোলা।'

    বিগত ৭০'এর দশকের শেষ দিকে 'মহা সাংস্কৃতিক বিপ্লব'-এর প্রভাবে চীনের অর্থনীতি পতনের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে। কিন্তু চীনের প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক বিকাশ দেখে চীন বড় চাপের সম্মুখিন হয়। ১৯৪৯ সাল থেকে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা চীনকে একটি আধুনিক দেশ হিসেবে নির্মাণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু উন্নত পরিকল্পনার অর্থনৈতিক কাঠামোর অভাব আর বৈদেশিক রুদ্ধদ্বার নীতির কারণে চীনের অর্থনীতির বিকাশকে গুরুতরভাবে বাধাগ্রস্থ হয়। দারিদ্র ও পশ্চাত্পদ অবস্থা দেখে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা এর সংস্কার করার সিদ্ধান্ত নেন।

    ১৯৮৪ সালে চীন যত্নের সাথে 'পরিকল্পিত পণ্য অর্থনীতি' কর্মসূচি গ্রহণ করে। তখন থেকেই পরিকল্পিত অর্থনীতি ও পণ্য অর্থনীতির বৈরিতার ধারণা প্রথম বারের মত ভেঙ্গে যায়। ১৯৯২ সালে চীনের কমিউনিস্ট পার্টির চতুর্দশ জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে এর আসল বিপ্লবী পরিবর্তন ঘটে।

    ১৯৯২ সালের অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির চতুর্দশ জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। চীন এই প্রথম বার সমাজতন্ত্রের মৌলিক ব্যবস্থা ও বাজার অর্থনীতির ব্যবস্থাকে একত্রিত করে।

    চীন গণমালিকানাকে সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে মেনে নেয়ার পাশাপাশি বহু অর্থনৈতিক উত্পাদান একসঙ্গে থাকার অনুমোদন করে এবং অন্যান্য মালিকানাধীন অর্থনীতিকে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ মনে করে। সংস্কার ও উন্মু্ক্তকরণের বিভিন্ন মহলের সফল পেয়েছেন চীনের মানুষ। ফলে চীনে বিপুল সংখ্যক বেসরকারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারা কেবল চীনের অভ্যন্তরীণ বাজারে ব্যবসা করেন তা নয়, এর মধ্যে কিছু কিছু বেসরকারী শিল্প প্রতিষ্ঠান বিদেশেও গেছে। ১৯৮৪ সালের নভেম্বর ৪০ বছর বয়সী লিউ ছুয়েন চি ও তাঁর কয়েকজন সহকর্মী চীনের বিজ্ঞান একাডেমির কম্পিউটার ইনস্টিটিউট ত্যাগ করে লেনোভ কোম্পানি স্থাপন করেন। লিউ ছুয়ান চি বলেছেন, 'আমি মনে করি, কিছু লোকের ভালো সুযোগ এসেছে। আমি খুব খুশি হয়েছি। অধিকাংশ মানুষ মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্প্রদায়ের ভবিষ্যত সম্ভাবনাময়। কিন্তু সেই সময় শিল্প প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্যকে উত্পাদনের শক্তিতে রূপান্তর করার লোক খুব কম ছিল।'

    চীনের বিকাশের সঙ্গে সঙ্গে লেনোভ বিশ্বের তিনটি বৃহত্ ব্যক্তিগত কম্পিউটার নির্মাণ ব্যবসায়ের অন্যতম এবং চীনের বেসরকারী অর্থনীতির প্রতীকি শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পরিণত হয়েছে।

    চীন বাজার অর্থনীতি উন্নয়নের পাশাপাশি অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের ওপর জোর দেয়। চীনের প্রয়াত নেতা তেং সিয়াও পিং 'কিছু লোক আগেই ধনী হওয়ার' নীতিকে উত্সাহিত করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে যারা আগেই ধনী হয়ে যায়, তাদের সাহায্য অন্য লোককে ধনী হওয়ার পথে নিয়ে যাওয়া'। এভাবে সকলের সমৃদ্ধি বাস্তবায়ন করা। চীনের পশ্চিমাঞ্চলের মহা উন্নয়ন ও উত্তর-পূর্ব চীনের পুরানো শিল্প অঞ্চলকে পুনর্গঠন করা হচ্ছে চীনের অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের বাস্তব প্রতিফলন।

    চীন উপলব্ধি করেছে যে, উন্নয়ন চাইলে সক্রিয়ভাবে বিদেশের অর্থ, প্রযুক্তি ও পরিচালনার অভিজ্ঞতা দরকার। অর্থনৈতিক বিশেষ অঞ্চল স্থাপন করে চীন ধাপে ধাপে বিশ্বের কাছে দ্বার খুলেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাসকাল লামি বলেছেন, 'আমি মনে করি, চীনের কয়েকটি প্রজন্মের জন্য নেতৃবৃন্দের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিকায়নের প্রক্রিয়া ও নিজের বিকাশ দ্রুততর করার চীন বিশ্বের কাছে নিজেকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বিশ্ব ব্যবস্থার এক সদস্য দেশে পরিণত হয়েছে। এখন আর আন্তর্জাতিক ব্যাপারের বাইরে চিন্তাভাবনা করে না।'

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China