
বিশ্বের মানবাধিকার ঘোষণা ও শিশুর ক্ষমতা ঘোষণা অনুযায়ী, সকল প্রাথমিক স্কুলে শিশুদের অবৈতনিক শিক্ষা গ্রহণের বিষয়টি সুরক্ষা করা। তবে বর্তমান বিশ্বে কমপক্ষে ৭ কোটি ২০ লাখ শিশু স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারছে না। দারিদ্র্য এর একটি গুরুত্বপূর্ণ কারণ।

চীন বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে ৮০ কোটি কৃষকের শিক্ষা সমস্যা সমাধান সম্পর্কে খুবই সচেতন। এজন্য চীন সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে স্পষ্ট ফলাফল অর্জন করেছে। লিউ ইয়ান তোং বলেছেন,

চীনের ৮০ কোটি লোক গ্রামে বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার গ্রামে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা বাস্তবায়ন করেছে। ফি মওকুফ এবং বিনামূল্যে পাঠ্য পুস্তক ফলে দেয়ার মাধ্যমে গ্রামের ১৫ কোটি ছাত্র-ছাত্রীর জন্য কল্যাণকর হয়েছে।

সরকার গ্রাম ও সুদূরবর্তী অঞ্চলে আট হাজার তিন শোরও বেশি আবাসিক বিদ্যালয় গড়ে তুলেছে। এক কোটি ১০ লাখ দরিদ্র ছাত্র-ছাত্রীকে এ পর্যন্ত জীবন-ভাতা দিয়েছে। এর পাশাপাশি গ্রামের ৩ লাখ ৬০ হাজার স্কুল দূরপাল্লার শিক্ষা প্রদান করতে পারে। যার ফলে গ্রামের শিশুরা শ্রেষ্ঠ শিক্ষা সম্পদ ভাগাভাগি করতে পারছে।

লিউ ইয়ান তোং আরো বলেছেন, চীন বিশেষ দলের চাহিদা সুরক্ষার ওপর বরাবরই গুরুত্ব দেয়। চীনে শিক্ষা ক্ষেত্রে পুরুষ ও নারীদের তফাত্ দূর করার প্রয়াস চলছে, সংখ্যালঘু জাতির ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের বিষয়টি সুরক্ষা করছে, শিক্ষা ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের নীতি বাস্তবায়ন করছে, গ্রামীন শ্রমিকের ছেলেমেয়েদের সমান শিক্ষা গ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করেছে

এবং প্রতিবন্ধীসহ বিশেষ ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধার নীতি কার্যকর করেছে। চীন সরকার ২০২০ সাল পর্যন্ত মধ্য ও দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করছে। এ পরিকল্পনা ন্যায্য শিক্ষা ও সম্পদ ভাগাভাগির শ্রেষ্ঠ শিক্ষা উন্নয়ন ত্বরান্বিত করছে এবং এতে আজীবন শিক্ষা গ্রহণের বিষয়বস্তু রয়েছে।

লিউ ইয়ান তোং বলেছেন, সমন্বিত শিক্ষা হচ্ছে ইউনেস্কোর নীতি। চীন সরকার বিশ্বে সমন্বিত শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। তিনি বলেছেন,

প্রথমতঃ আফ্রিকার বিভিন্ন দেশের এক হাজার পাঁচ শো শিক্ষক , উপাচার্য ও শিক্ষা ক্ষেত্রের ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেয়ার প্রতিশ্রুতি চীন সরকার বাস্তবায়ন করবে। দ্বিতীয়তঃ সরকার প্রতি বছর চীনে অধ্যায়নের জন্য ছাত্র-ছাত্রীদের স্কলারশীপের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ দেবে। তৃতীয়তঃ সমন্বিত শিক্ষার ওপর গবেষণা ও প্রতিভাবানদের প্রশিক্ষণে সমর্থন দিয়ে যাবে।

1 2 |