v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েই ছি দাবারু কুলির কাহিনী
2008-12-30 21:15:00

এর পর কুলির দাবা খেলার মানের বিরাট উন্নতি হয়েছে ।তিনি চীনের ওয়েইছি এগ্রুপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, নতুন দাবারুদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন,রিকোচ কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন,থিয়েনইউয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন,এন-ই-সি কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সহ নানা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন । তার অনুরাগী বন্ধুরা আন্তরিকভাবে তাকে কু তালি বলে ডাকেন ।

২০০৬ সালের ২১ এপ্রিল দশম এল-জি কাপ বিশ্ব ওয়েইছি দাবা খেলার চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় জয় লাভ করেন । দাবা খেলার জীবনে এটি তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নীপ অর্জন ।২০০৭ সালের ২৫ মার্চ কুলি চীনের বিখ্যাত দাবারু ছাংহাওকে পরাজিত করে ষষ্ঠ ছুনলান কাপ বিশ্ব পেশাদারী ওয়েইছি চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হন ।

ঠিক এই সময় কুলির বাবা আকস্মিকভাবে মারা যান । এটা কুলির ওপর প্রচন্ড আঘাত হানে । কুলির ভীষণ দুঃখ ও কষ্ট হয় । কুলি যাতে শিগগিরই দুঃখ ও কষ্ট কাটিয়ে উঠতে পারে তার জন্য মা প্রতি মাসে পেইচিং এসে তার দেখাশোনা করেন । মায়ের সযত্নে কুলি ধীরেধীরে দুঃখ থেকে বেরিয়ে আসেন । কুলি আরও পরিপক্ক হয়েছেন । বাবার একটি কথা তিনি সবসময় মনে রাখেন ।

তিনি বলেন,দশম এল জি কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এক ভোজসভায় বাবা আমাকে বলেছিলেন,পরবর্তীকালে তুমি বারবার বিশ্ব চ্যাম্পিয়ন লাভ করবে বলে আমি আশা করি । এটা হলে মারা গেলেও আমার কোনো চিন্তা থাকবে না ।

ভাবতে পারিনি যে, আমি মাত্র দুটি বিশ্ব চ্যাম্পিয়ন লাভ করার পরই তিনি আমাদেরকে ছেড়ে চলে যান ।আমি নিজের প্রচেষ্টার মাধ্যমে তাকে সান্ত্বনা দেব ।

২৫ বছর বয়সী কুলি চীনের ওয়েইছি দাবা খেলার জগতে প্রথম , যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন । ওয়েইছি দাবা খেলা ছাড়াও কুলি ফুটবল খেলতে পছন্দ করেন । গান শুনতে তার ভাল লাগে ।২০০৬ সালে তিনি ছুংছিংকে পুনরুদ্ধারে অবদানকারী হিসেবে পুরস্কার পান ।সবাই তাকে "ছুংছিংয়ের প্রতীক"বলে প্রশংসা করেন । তিনি ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমসের ছুংছিং ধাপের মশালবাহক হিসেবে নির্বাচিতহয়েছিলেন ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China