v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েই ছি দাবারু কুলির কাহিনী
2008-12-30 21:15:00

 

কুলি চীনের ওয়েই ছি দাবা দলের লিডার । ২০০৮ সালের ৭ জুলাই তিনি জাপানের টোকিওতে অনুষ্ঠিত ২১তম "ফুসিথোং"কাপ প্রতিযেগিতার ফাইনালে দক্ষিণ কোরিয়ার লি ছিয়াং হোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন । এবারে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি চীনের প্রথম ওয়েইছি দাবারু হয়েছেন যিনি বিশ্ব ওয়েইছি বিশ্ব প্রতিযোগিতায় একটানা তিন তিন বার চ্যাম্পিয়ন হলেন ।

কুলির বয়স মাত্র২৫ বছর । দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং শহরে তার জন্ম হয় । বাবা কু চুশানের প্রভাবে কুলি ওয়েইছি দাবা খেলা শুরু করেন । দাবা খেলার অনুরাগী হিসেবে বাবা কু চুশান ৫ বছর বয়স থেকেই ছেলে কুলিকে তার দাবা খেলার আগ্রহ বাড়িয়ে দেয়ার চেষ্টা শুরু করেন ।

কুলির মা চাং চুংসুন জানান , আমার স্বামী ওয়েইছি দাবা খেলায় কিছু সাফল্য অর্জন করতে চান । কিন্তু আমাদের সময় নিজের বাসনা পূরণ করা সহজ নয় । তাই তিনি ছেলের ওপর নিজের আশা রাখেন । তিনি ছেলেকে ৫ বছর বয়স থেকে প্রশিক্ষণ দিতে শুরু করেন । ৬ বছর বয়সে সে আনুষ্ঠানিকভাবে দাবা ইনস্টিটিউটে দাবা শিখতে শুরু করে ।

বাবার ইচ্ছা , বাবার আশা কুলি ভাল করে বুঝার চেষ্টা করেছেন । তিনি বলেন, বাবার প্রভাবে আমি ওয়েই ছি দাবা খেলা শিখেছি । বাবা বলেন,দাবা খেলা বুদ্ধির উন্নয়নে সহায়ক হবে । সে সময় তিনি ইচ্ছামতো আমাকে প্রথম পর্যায়েরওয়েইছি দাবারু তৈরী করার চেষ্টা করেন । এখন ওয়েই ছি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ।

সে সময় কুলিকে প্রতি সপ্তাহে তিন বার দাবা ইনস্টিটিউটিতে যেতে হত ।মাঝেমাঝে শিক্ষক তাকে নিয়ে ছুংছিং শহরের বাইরে গিয়ে প্রতিযোগিতা করেন । শিক্ষকের অনুপস্থিতিতে কুলি এখানেসেখানে ভিডিও গেম খেলতে যেতেন । এক সময় বাবা মা নিরাশ হন ,তারা কুলিকে ওয়েইছি দাবা খেলা প্রশিক্ষণ ছেড়ে দিতে বলেন ।

কুলির মা চাং চুংসুন বলেন, আমি স্বামীর সঙ্গে পরামর্শ করেছি। কী করর?তাকে বলব,দাবা খেলা শিখতে চাইলে ভালভাবে শিখতে হবে । নইলে খেলা ছেড়ে দিতে হবে ।কুলি কেঁদেছে । সে বলেছে , সে দাবা খেলা শিখতে চায় এবং ভালভাবে শেখার প্রতিশ্রুতি দিয়েছে ।

কুলি বড় হয়েছে ।সে আগের চাইতে আরও বেশি মনোযোগ দিয়ে ওয়েইছি দাবা খেলা শিখে ফেলে ।এর পরবর্তী ২-৩ বছরের মধ্যে কুলি দ্রুত অপেশাদারী দাবা খেলার প্রথম পর্যায়থেকে সপ্তম পর্যায়েউন্নীত হয়েছে ।

কুলির ওয়েই ছি দাবা জগতে তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক আছেন তিনি হলেন ছুংছিং দাবা ইনস্টিটিউটের প্রধান ইয়াং ই । ইয়াং ই বলেন,কুলির ছোট্ট বেলায় তিনি লক্ষ্য করেছেন , অন্য ছেলেমেয়ের তুলনায় কুলির বিশেষ বুদ্ধি ও প্রতিভা রয়েছে । তিনি বলেন, আমি দীর্ঘকাল ধরে তাকে পরীক্ষানিরিক্ষা করে দেখেছি এবং উপলব্ধি করেছি যে,সে দ্রুত প্রতিক্রিয়া ব্যক্তকরতে সক্ষম । তাই তাকে কিছু হোম ওয়ার্ক দিয়েছি ।সে ভাল ও দ্রুত তা সম্পন্ন করেছে ।

দাবা খেলার ব্যাপারে তার প্রতিক্রিয়া দ্রুত । এটা শ্রেষ্ঠ দাবারু হওয়ার নিদর্শন । ৯ বছর বয়সে আমরা তাকে দক্ষ মানুষ হিসেবে তৈরী শুরু করি এবং তার জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছি ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China