v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রকৌশলী চাং চিহোর কাহিনী
2008-12-16 21:26:13

চাং চিহো ঠিক সময় সেনচেন এসেছেন । কারণ বিংশশতাব্দীর আশির দশকে সেনচেনের প্রধান শিল্প হিসেবে প্রক্রিয়াকরণ শিল্পে বিপুল পরিমাণের শ্রমিক প্রয়োজন ।নব্বইয়ের দশকে সেনচেনের হাইটেক শিল্পের যাত্রা মাত্র শুরু হয়েছে ।বিপুল পরিমাণের দক্ষ মানুষের আগমনের সাথেসাথে কয়েক বছরের মধ্যেই সেনচেনের শিল্প কাঠামোর মানের দ্রুত উন্নতি হয়েছে এবং আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাও ধাপেধাপে প্রতিষ্ঠিত হয়েছে । ১৯৭৯ সালে যখন সেনচেন শহর প্রতিষ্ঠিত হয় তখন সেনচেনে মাত্র ২জন প্রকৌশলী ছিলেন ।এখন শুধু নানাশান অঞ্চলের হাইটেক উদ্যান এলাকায় ২০০০ ডক্টরেটসহ ৫০ হাজার দক্ষ মানুষ কাজ করছেন । চাং চিহো মনে করেন, তিনি ভুল সময়ে আসেননি । তিনি বলেন, সেনচেন আসার পর আমার চিন্তাধারার দ্রুত পরিবর্তন হল ।সেনচেন এক বিশেষ অর্থনৈতিক এলাকা । এখানে সময় মানেই টাকাপয়সা । সময় মানেই কার্যকারিতা । তিনি তার সহকর্মীদের নিয়ে কাজ করেন , প্রকল্পের ডিজাইন করেন এবং অবসরসময়ে তথ্য লেখেন এবং তরণ শ্রমিকদের প্রশিক্ষণ দেন । ফলে তার আয় স্পষ্টতই বেড়ে যায় ।তিনি বলেন, আসা মাত্র আমার বেতন অভ্যন্তরীণ এলাকার চাইতে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় । এখন তো তিন চার গুণ বেড়েছে । আয় বেড়েছে বলে স্ত্রীর ধারণাও পরিবর্তন হয়েছে ।

চাং চিহো বলেন, ভাবতে পারি নাই যে, সে সময় আমি ১৯হাজার ইউয়ান দিয়ে উহান শহরে বাড়ি কিনতে সক্ষম হতে পারি। ১৯৯৩ ও ১৯৯৪ সাল থেকেই আমরা বিমানে করে উহানে আসা যাওয়া শুরু করি । তখন অভ্যন্তরীন এলাকার বেতন নিচু ছিল ।

১৯৮৪ সালে সেনচেনের মাথাপিছু ব্যয় গোটা দেশের গড়পরতা আয়ের দ্বিগুণ বেশি ছিল ।জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সেনচেনের অধিবাসীদের আয় একটানা ১০ বছরে গোটা দেশে প্রথম স্থানের অধিকারী ।১৯৯৮ সালে স্ত্রী অবসর নেয়ার পর সেনচেন আসেন । তিনি স্বচোখে সেনচেনের পরিবর্তন লক্ষ্য করেছেন ।তিনি বলেন, ১৯৯৪ সালে শ্যখৌ শহরে বাড়িঘর বেশি ছিল না । সবত্রই খালি জায়গা দেখা যেতো । এখন সে সব জায়গার ওপর একটার পর একটা উচুঁ উচুঁ অট্টালিকা উঠেছে ।তাছাড়া সেনচেনের সামাজিক পরিসেবা ও আবাসনের পরিবেশও পরিবর্তন হয়েছে ।

০ বছরের উন্নয়নের পর সেনচেনের বুনিয়াদী ব্যবস্থা উন্নত মানে দাঁড়িয়েছে, পরিবেশ সুন্দর এবং সবুজায়নের হার উন্নতমানের । সেনচেনের লোকসংখ্যা ১৯৮৩ সালের ২০০০০ থেকে বাড়তে বাড়তে ১ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে । বাইরে থেকে আসা অধিবাসী ও স্থানীয় অধিবাসীর অনুপাত হল ৬:১ । বলা যায়,সেনচেনের আর্থ-সামাজিক উন্নয়নে চাং চিহোর মতো বাইরে থেকে আসা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । চাং চিহো ও তার স্ত্রী লক্ষ্য করেছেন, সেনচেনের পরিবর্তনে তাদের নিজেদেরও পরিবর্তন হয়েছে ।

সেনচেনকে পছন্দ করলেও নিজের জন্মস্থান উহানের কথা সবসময় মনে করেন তারা ।স্বামীস্ত্রী দুজন বলেন, চাং চিহো অবসর নেয়ার পর তারা উহানে ফিরে যাবেন ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China