v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খাওয়া, পরা, থাকা ও যাতায়াত---আমাদের পাশের ফ্যাশন
2008-12-02 08:58:21

থাকা: সোফা

    সংস্কার ও উন্মুক্তকরণের পর পশ্চিমার নরম চেয়ার হিসেবে চীনের জনসাধারণের বাসায় চলে এসেছে 'সোফা'। সে সময় বাসায় একটি সোফা রাখা অনেকের স্বপ্ন। অনেক নতুন দম্পতিরা আসবাবপত্র কারখানার উত্পাদিত সোফা কিনতে পায় না। অনেকে ছুতোর সাহায্যে বা নিজেই সোফা তৈরি করেন। সেই যুগে সোফা তৈরী করা বিয়ের কর্মসূচীর অন্যতম কাজ ছিল।

যাতায়াত: মোটর গাড়ি

    সংস্কার ও উন্মুক্তকরণের পর পরিবহনের অবস্থা অনেক উন্নত হয়েছে। বিপুল পরিমাণ রেলপথ, সড়কপথ ও বিমান পথ হয়েছে। সে সময় জার্মানীর ভোক্সওয়াগেন কম্পানি চীনের সঙ্গে দীর্ঘকালীন আলোচনা শেষ করেছে। চীনের প্রথম যৌথ-মালিকানার গাড়ি শিল্প প্রতিষ্ঠান আনুষ্ঠানিকবাবে প্রতিষ্ঠিত হয়েছে। তখন চীনের রাস্তায় পথচারী ও সাইকেল ছাড়া কেবল বাস ও 'শাংহাই' ও 'হোংছি' নামে দুটি রকম চীনের তৈরি মোটর গাড়ি দেখা যেতো। শাংহাইয়ের ভোক্সওয়াগেন চীনের মোটর গাড়ি শিল্পের নতুন অধ্যায় উন্মোচন করেছে। পাসাত ব্র্যান্ডের মোটন গাড়ি তত্কালীন চীনের রাস্তার এক দৃশ্যে পরিণত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China