v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খাওয়া, পরা, থাকা ও যাতায়াত---আমাদের পাশের ফ্যাশন
2008-12-02 08:58:21

    ১৯৭৮ সালের সংস্কার আমাদের জীবনে অবিস্মরণীয় দাগ কেটেছে। ৩০ বছর আগে থেকেই চীনাদের খাওয়া, পরা, থাকা ও যাতায়াত সর্ব ক্ষেত্র নতুন ও উজ্জ্বল রূপ নিয়েছে। ফ্যাশন আবার আমাদের জীবনে চলে এসেছে।

খাওয়া: কোকাকোলা

    ১৯২৭ সালে কোকাকোলা কোম্পানি শাংহাই ও থিয়েনচিনে বোতলে ভরা কোকাকোলা তৈরীর কারখানা স্থাপন করেছিলো। ১৯৪৮ সালে শাংহাইয়ে ১০ লাখ বাক্স কোকাকোলা বিক্রি হয়েছিল। বিক্রির পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই শাংহাইয়ের স্থান। ১৯৭৯ সালে চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর কোকাকোলা ৩০ বছর পর আবার চীনের বাজারে ফিরে এসেছে এবং সংস্কার ও উন্মুক্তকরণের পর প্রথমে চীনে ফিরে আসা বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডগুলোর অন্যতম।

পরা: জীনসওয়ার

    কোকাকোলার মতো সংস্কার ও উন্মুক্তকরণের পর যুক্তরাষ্ট্র থেকে জীনস চীনে প্রবেশ করেছে এবং চীনাদের জীবনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সংস্কার ও উন্মুক্তকরণের প্রথম দিকে তোলা চলচ্চিত্র দেখলে বোঝা যায়, তখন যে সব তরুণ-তরুণী স্বাধীন জীবন অন্বেষণ করে, তারা অবশ্যই জীনস পরে। সেই সময় জীনস যেন চীনাদের মানসিকতার প্রতিমূর্তি।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China