v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে পাওয়া চীনের উন্নয়নের অভিজ্ঞতা
2008-12-01 17:30:45

    চীনের ৩০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়া পর্যালোচনা করতে গেলে যে একটি শব্দ এড়ানো যায় না, তা হচ্ছে 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল'। চীনের সংস্কারের পরীক্ষামূলক ক্ষেত এবং উন্মুক্তকরণের জানালা হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠা চীনের অর্থনৈতিক উন্নয়নে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বলা যায়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল না থাকলে চীনের সংস্কার ও উন্মুকরণের বর্তমান ব্যাপকতা ও গভীরতা হতো না। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের প্রক্রিয়া থেকে চীনের উন্নয়নের পথ দেখা যায়।

    আপনারা 'বসন্তকালের কাহিনী' নামে গানটি শুনছেন। গানের কথা এমন, '১৯৭৯ সালের বসন্তকালে একজন বৃদ্ধ চীনের দক্ষিণ সাগরের তীরে দাঁড়িয়ে একটি বৃত্ত এঁকেছেন।'

    এ গানে যে বৃদ্ধের প্রশংসা করা হয়েছে তিনি হলেন চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সাধারণ স্থপতি তেং সিয়াও পিং। তিনি যে বৃত্ত এঁকেছেন, তা হলো একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যার প্রতিনিধি হলো শেনচেন শহর।

    গত শতাব্দীর ৭০'র দশকের শেষ দিকে চীনে পরিকল্পনা অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত হত। কী উত্পাদন করে, কত পরিমাণ উত্পাদন করে এবং কী পদ্ধতিতে উত্পাদন করে সবই সরকার সিদ্ধান্ত নিতো। এ ব্যবস্থা শ্রমিক ও ব্রবস্থাপকদের সক্রিয়তার ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। উত্পাদনের উপকরণও যথাযথভাবে বন্টন করা যেতে পারতো না। চীনের বাইরে তৃতীয় নতুন প্রযুক্তিগত বিপ্লবের সঙ্গে সঙ্গে পশ্চিমার অনেক শিল্পোন্নত দেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। চীনের আশেপাশের জাপান ও দক্ষিণ কোরিয়ার অর্থনীতিও দ্রুত বিকশিত হয়েছে। এমন বিরাট ব্যবধান দেখে চীনের তত্কালীন নেতৃবৃন্দ উপলব্ধি করেছেন যে, বিশ্বের সঙ্গে সংযোগ ছাড়া চীনের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন করতে চাইলে চীনের দ্বার উন্মুক্ত করতেই হবে।

১৯৭৭ সালের শেনচেন

    ১৯৭৭ সালের নভেম্বর মাসে তেং সিয়াও পিং কুয়াংতুং প্রদেশে পরিদর্শন করেন। তিনি তাঁর দৃষ্টি উপকূলে শেনচেন নামে জেলেদের একটি ক্ষুদ্র গ্রামের ওপর নিবন্ধ করেন। তখন স্থানীয় কৃষকদের এক দিনের আয় মাত্র এক ইউয়ান রেনমিনপি ছিল। কিন্তু একই নদীর ওপারে হংকংয়ের কৃষকদের প্রতিদিনের আয় ৬০ হংকং ডলারেরও বেশি। এমন ব্যবধান কমাতে হবে। এই সংকল্প নিয়ে চীন ১৯৭৯ সালের জুলাই মাসে শেনচেন, চুহাই, শানথো, সিয়ামেন এই চারটি অঞ্চলে রপ্তানী বিষয়ক বিশেষ অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয়। ১৯৮৮ সালে হাইনান বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নেয়া হয়।

    বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠা থেকে বুঝা যায়, সংস্কার ও উন্মুক্তকরণের প্রথম দিকে চীন সরকার যেমন সক্রিয় তেমন সতর্ক ছিল। তখন চীনের আর্থিক ও বৈষয়িক শক্তি ছিল সীমিত, আইনগত ব্যবস্থা অসম্পূর্ণ এবং বৈদেশিক অর্থনৈতিক লেনদেনের অভিজ্ঞতাও ছিল অল্প। এমন বিশেষ রাষ্ট্রীয় অবস্থা বিবেচনা করে চীন কেবল সাহসের সঙ্গে পরিক্ষামূলকভাবে কিছু কিছু বিশেষ অঞ্চলে নিজ দেশের অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ পরিক্ষা করতে পারে। ঐতিহ্যিক পরিকল্পিত অর্থনীতিকে ধাপে ধাপে পুর্ণাঙ্গ বাজার অর্থনীতিতে রূপান্তরিত হতে হবে।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China