
১৯৮৩ সালে ছেন চাং লিয়াং মার্কিন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা ও চিকিত্সা বিভাগের স্নাতকোত্ত ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, ১৯৮৬ সালের মার্চ মাসে চীনের কার্যকর " ৮৬৩" পরিকল্পনা হচ্ছে ছেন চাং লিয়াং বিদেশে লেখাপড়ার সময় জীব-বিদ্যা, বিমান, তথ্য লেসার, জ্বালানি সম্পদ এবং নতুন উপকরণসহ সাতটি ক্ষেত্রের বিষয় নিয়ে গবেষণার জন্য নির্ধারিত একটি উচ্চ বৈজ্ঞানিক পরিকল্পনা। ১৯৮৭ সালের ফেব্রুয়ারী " ৮৬৩" পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। একই বছর এ উচ্চ বৈজ্ঞানিক পরিকল্পনা কার্যকরের সাহায্যে ছেন চাং লিয়াং নির্দিষ্ট সময়ের আগে ডক্টর ডিগ্রি অর্জন করেন। তিনি মার্কিন জীব-বিদ্যা কোম্পানির উচ্চ বেতনের আমন্ত্রণ প্রত্যাখ্যাত করে দৃঢ়ভাবে স্বদেশে ফিরে পেইচিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের বাছাই করেছেন। এ সম্পর্কে তিনি বলেন: " বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে আমি কর-ভর্তূকীর কর্মকান্ড করতাম এবং এ ক্ষেত্রে বেশ শ্রেষ্ঠ ফলাফল অর্জন করতাম। সুতরাং, স্বদেশে জীব-বিদ্যা প্রযুক্তি উন্নয়নের খবর পেয়ে আমি সরাসরি স্বদেশে ফিরে পেইচিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের সিদ্ধান্ত নিয়েছি। সেসময় চীনে '৮৬৩' পরিকল্পনাচালু করতো,আমি যথাযথভাবে " ৮৬৩" পরিকল্পনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিশনে নিবন্ধন করেছি। এ কমিশনের সকল সদস্যদের মধ্যে আমি সবচে' তরুণ। তখন আমার বয়স ঠিক ২৬ বছর।"

১৯৯১ সালে আন্তর্জাতিক জীব-বিদ্যা গবেষণা ক্ষেত্রে ৩০ বছরের বয়স্ক ছেন চাং লিয়াংকে তরুণ-তরুণীদের নোবেল বলে অভিহিত করা হয়।
পেইচিং বিশ্বিবদ্যালয়ে শিক্ষাদনের সময় ছেন চাং লিয়াং আরও চলামান চীনের সবচে' বৃহত্তম জীব-বিদ্যা প্রকল্প সংক্রান্ত ঔষধ নির্মাণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর অন্যতম----পেইচিং বিশ্ববিদ্যালয়ের ওয়েই মিং জীব-বিদ্যা গোষ্ঠী স্থাপন করেছেন। তিনি এ কোম্পানির মহাব্যবস্থাপক। এর পর ,তিনি পর্যায়ক্রমেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান এবং চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন।

এছাড়াও , ২০০৭ সালের ২৮ ডিসেম্বর চীনের কুয়াং সি জুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ স্থায়ী কমিটি ছেন চাং লিয়াংকে এ স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ-সরকারের ভাইস-চেয়ারম্যানের পদে নিয়োগ করেছে। একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে ছেন চাং লিয়াং সুষ্ঠুভাবে চীনের প্রাদেশিক পর্যায়ের স্থানীয় সরকারের একজন কর্মকর্তা হয়েছেন।ছেন চাং লিয়াংয়ের মতো এমন উদাহরণ চীনে খুবই কম দেখা যায়। তিনি মনে করেন, এটি হচ্ছে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরের পর ঘটিত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন । এ সম্পর্কে তিনি বলেন: " চীনের কমিউনিস্ট পার্টির বাইরের কর্মীদের উচিত যথাসাধ্য নিজেদের ভূমিকা লালন-পালন করা।

চীনের স্বাস্থ্য মন্ত্রী ছেন চু এবং বৈজ্ঞানিক মন্ত্রী ওয়ান কাংসহ তাদের অমিল দিক হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি প্রথমবারের মতো এতো গুরুত্বপূর্ণ কর্মকান্ডের পদে কমিউনিস্ট পার্টির বাইরের কর্মীরা দায়িত্ব গ্রহণ করা। এটি হচ্ছে আমাদের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরের মধ্যে ঘটিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর অন্যতম।" --ওয়াং হাইমান 1 2 |