v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং ইয়াংথাইশান বুড়ো মানুষের অ্যাপার্টমেন্টবাড়ি
2008-11-25 21:00:20

যাতে তাপমাত্রা সহজে কমে না যায় তার জন্য ২০০৪ ও ২০০৬ সালে বুড়ো মানুষের অ্যাপার্টমেন্ট বাড়ির অট্টালিকার ছাঁদ মজবুত করা হয়েছে ।সকল রুমের জানালা বদলানো হয়েছে । এতে প্রায়১০ লাখ রেনমিনপি ব্যয় হয়েছে ।ফলে শীতকালে ঘরের তাপমাত্রা আগের চাইতে অনেক বেড়ে যায় এবং বিপুল পরিমানে ব্যয় সাশ্রয়ীহয়েছে ।

এছাড়া ২০০৫ সালে এখানে ঘোলা পানি পরিশোধন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে । এ সম্পর্কে পরিচালক স্যু বলেন, ৮ বছরের চেষ্টার পর আমাদের এখান থেকে আকাশে কোনো ধোঁয়া এবং মাটির নিচে কোনো ঘোলা পানি নির্গমন হয় না ।আমাদের এখানকার ঘোলা পানি পরিশোধিত হওয়ার পর বাগানে সেচ করা হয় ।এই ঘোলা পানি পরিশোধন ব্যবস্থা দিনে ১০০টন ঘোলা পানি পরিশোধন করতে সক্ষম । পরিশোধিত পানি সরাসরি রাস্তা বা পথ পরিস্কার এবং বাগান ও উদ্যান সবুজায়নে ব্যবহার করা যায় । যার ফলে বছরে কমপক্ষে ১৪০০ টন কলের পানি কম ব্যবহার করা হয় ।

বুড়ো মানুষের অ্যাপার্টমেন্টবাড়ির প্রাঙ্গনে ৪০০কিউবিক মিটারের পানি রাখার একটি পুকুর আছে ।এখানে পাহাড়ী ঝরণা ও কুপের পানি রাখা হয় এবং এসব পানি গোটা অ্যাপার্টমেন্ট বাড়ির এক মাস ব্যবহারের জন্য যথেষ্ট। পুকুর থেকে অদূরে সব্জির মাঠ । মাঠে শসা,সিম,পুঁইশাকসহ নানা শাকসব্জি চাষ হয় । এখানকার শাকসব্জি বুড়োবুড়িদের সরবরাহ করা হয় । ৮২ বছর বয়সী মাদাম লো লান এখানে আড়াই বছর আছেন । তিনি বলেন, এখানকার আবহাওয়া ভাল । নীল আকাশে সাদা সাদা মেঘ । দিনে আমি পাহাড়ে বেড়াতে পছন্দ করি । ব্যায়াম করতে আমার ভাল লাগে ।

এখানে বুড়োবোড়িরা এক সঙ্গে শরীরচর্চা করেন । পরিচালক স্যু বলেন,বার্ধক্যের সামাজিকায়ন পরবর্তীকালের এক প্রবণতা । বুড়োবুড়িদের জন্য সমষ্টিগত তত্পরতা চালানোর জায়গা ও সুযোগ সৃস্টি করা তাদের মানসিক স্বাস্থ্যে জন্য সহায়ক হবে । এমনকি কিছু সাধারণ ও পুরনোব্যাধির সমস্যাও প্রশমিত হবে । ৮৬ বছর বয়সী বুড়ি ই কো বন্ধুর পরামর্শে এ বছরের প্রথম দিকে ইয়াং থাইশান বুড়োদের অ্যাপার্টম্যান্ট বাড়িতে এসেছেন । বেশি সময় না হলেও তিনি জায়গাটা খুবই পছন্দ করেন । তিনি বলেন, এখানকার পরিবেশ ভাল । চার দিকে পাহাড় । পাহাড় তেমন উঁচু নয় ।বাইরে ফলের বাগান । দেয়ালের ভেতরে সবুজ পাইন গাছ ও পুকুর । দৃশ্য খুব সুন্দর ।

পরিচালক স্যু জানিয়েছেন ,বুড়ো মানুষেরা অসুস্থ হলে ডাক্তাররা তাদের চিকিত্সা করতে আসবেন বা তাদেরকে হাসপাতালে পাঠানো হবে । এ সম্পর্কে বুড়িমা ই কো বলেন, আমি খুব সন্তুষ্ট । আমি এখানে থাকতে চাই ।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China