v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং ইয়াংথাইশান বুড়ো মানুষের অ্যাপার্টমেন্টবাড়ি
2008-11-25 21:00:20

পেইচিংয়ের উত্তর-পশ্চিম উপকন্ঠে ইয়াংথাইশান নামে একটি বৃদ্ধদের অ্যাপার্টমেন্ট বাড়ি আছে । এ জায়গা পেইচিং শহরের একটি সুন্দর জায়গা । এখানকার দৃশ্য মনোরম এবং ভৌগলিক অবস্থা ভাল ।যাতে পরিবেশ দূষিত না হয় এবং ব্যয় কমানো যায় তার জন্য ইয়াংথাইশান বৃদ্ধদেরঅ্যাপার্টমেন্ট বাড়ির বিদ্যুত,হিটিং ও পানি ব্যবস্থার সংস্কার করা হচ্ছে । এখন বাড়িটি জ্বালানীশক্তি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের ব্যাপারে পেইচিং শহরের একটি অগ্রণী ইউনিটে পরিণত হয়েছে । আজকের অনুষ্ঠানে এসম্পর্কে কিছু বলা হবে ।

৩ হেক্টর জমির ওপর নির্মিত ইয়াংথাইশান বৃদ্ধদের অ্যাপার্টমেন্টবাড়ি পেইচিংয়ের উত্তর-পশ্চিম উপকন্ঠে অবস্থিত । এখানে উদ্ভিদের হার ৯০ শতাংশের ও বেশি,আবহাওয়া ভাল এবং পানি বিশুদ্ধ । ২০০০সালে ইয়াংথাইশান বৃদ্ধদেরঅ্যাপার্টমেন্ট বাড়িতে বসবাস শুরু হয় । পরিচালক স্যু চুংথাং লক্ষ্য করেছেন ,কয়লা ব্যবহারকারী বয়লারের দূষণ চার পাশের অধিবাসীদের ওপর কিছু নেতিবাচক প্রভাব ফেলছে । তাই বৃদ্ধদের অ্যাপার্টমেন্ট বাড়ির কর্মকর্তারা দুটি কয়লার বয়লারকে তিনটি তেলের বয়লারে রূপান্তরের ৪ লাখ রেনমিনপি বরাদ্দ করেছেন । ফলে জলবায়ুর দূষণ বিপুলমাত্রায় কমেছে । কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ার সঙ্গেসঙ্গে হিটিং ব্যবস্থার ব্যয় ক্রমাগত বেড়ে যায় বলে তারা সৌরশক্তির ওপর নজর দিয়েছেন ।

২০০৭ সালে সরকার ও সমাজের বিভিন্ন মহলের আর্থিক সাহায্যে মোট ২৬ লাখ রেনমিনপি ব্যয়ে ইয়াং থাইশান বৃড়ো মানুষের অ্যাপার্টম্যান্ট বাড়ির ১৪০০ বর্গমিটারের সৌরশক্তি চালিত হিটিং ব্যবস্থা নির্মিত হয়েছে । পানি চালিত পাইপ ব্যবস্থা ও বায়ু চালিত পাইপব্যবস্থার সহায়তায় সৌরশক্তি চালিত হিটিং ব্যবস্থা নিশ্চিত হয়েছে ।এ সম্পর্কে ইয়াং থাইশান বুড়ো মানুষের অ্যাপার্টমেন্ট বাড়ির পরিচালক স্যু চুংথাং বলেন, সৌরশক্তি ব্যবস্থা নির্মিত হওয়ার পাশাপাশি গোটা হিটিং ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে । সৌরশক্তি ব্যবস্থা চালু হওয়ায় গত বছরের শীতকালে আমাদের অ্যাপার্টম্যান্ট বাড়ির তাপমাত্রা ২০ডিগ্রি সেন্টিগ্রেটের উপরে দাঁড়িয়েছে । পরিচালক স্যু চুংথাং বলেন, সৌরশক্তি ব্যবস্থা চালু হওয়ার পর একজন ব্যাপস্থাপক ও পরিচালক হিসেবে তিনি গভীরভাবে অনুভব করতে পেরেছেন যে,পরিবেশ রক্ষা ও জ্বালানী সাশ্রয়ী ব্যবস্থার উন্নয়নে তারা সরাসরী লাভবান হয়েছেন । এক হিসাব অনুযায়ী শীতকালে ১০ হাজার বর্গমিটারের অ্যাপার্টমেন্ট বাড়িতে তেল চালিত হিটিং ব্যবস্থা ব্যবহার করায় ৮ লাখ রেনমিনপি ব্যয় হয় । কিন্তু সৌরশক্তি চালিত হিটিং ব্যবস্থা চালু হওয়ায় গত বছরের শীতকালে শুধু ঘরের তাপমাত্রা বেড়ে গেছে তাই নয় বিপুল মাত্রায় ব্যয়কমে মাত্র ২ লাখে দাঁড়িয়েছে ।পরিচালক স্যু বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্যে পাঁচ বছর আগেই আমরা সৌরশক্তি চালিত ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছি ।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China